হাসপাতালে সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় । নিজস্ব চিত্র।
তমলুক মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রয়োজনের তুলনায় শয্যা অপ্রতুল। তাই হাসপাতালে নতুন ভবন তৈরির জন্য তিনি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলে জানালেন তমলুকের নবনির্বাচিত বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়।শনিবার বিকেলে তিনি তমলুক মেডিক্যাল কলেজ হাসপাতালে পরিদর্শনে যান অধ্যক্ষের সঙ্গে সাক্ষাৎ করেন এবং মেডিক্যাল কলেজ ও হাসপাতালের বিভিন্ন বিষয়ে খোঁজ নেন। হাসপাতালে প্রয়োজনের তুলনায় রোগীদের শয্যা কম থাকার বিষয়টি নজরে আসে অভিজিতের। রোগীর সংখ্যা অনেক বেশি থাকায় রোগীদের মেঝেয় ও স্ট্রেচারে রেখে চিকিৎসা চলছে বলে জানান সাংসদ। সমস্যা সমাধানের জন্য হাসপাতালে নতুন ভবন নির্মাণের বিষয়ে তিনি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে দ্রুত কথা বলবেন বলে হাসপাতাল কর্তৃপক্ষকে প্রতিশ্রুতি দেন অভিজিৎ। এদিন তিনি বলেন, ‘‘এখানে রোগীদের রাখার জন্য ৩০০ শয্যা রয়েছে। কিন্তু রোগীর সংখ্যা তাঁর চেয়ে অনেক বেশি। অনেক রোগী স্ট্রেচারে শুয়ে থাকেন । এটা তো হওয়া কাম্য নয়।।হাসপাতালে নতুন ভবন তৈরি করা দরকার।’’ তাঁর কথায়, ‘‘আমি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে এই সপ্তাহেই কথা বলব এবং তাঁকে অনুরোধ করব রাজ্য স্বাস্থ্য দফতরের যাঁরা প্রধান তাঁদের সঙ্গে কথা বলার জন্য। যাতে নতুন হাসপাতাল ভবন তৈরি করতে যে টাকার প্রয়োজন তা পাওয়া যায়।’’