দিলীপ ঘোষ। —ফাইল চিত্র।
এগরা: লোকসভা ভোটের আগে দলের অঞ্চল সম্মেলন। সেই মঞ্চ থেকে ‘ইন্ডিয়া’ জোটকে আক্রমণ করলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। সেই সঙ্গে রাজ্যের ৩৫টি লোকসভা বিজেপিকে জেতানোর আহ্বানও জানালেন মেদিনীপুরের সাংসদ।
শুক্রবার এগরার পাঁচরোল হাইস্কুলে প্ল্যাটিনাম জুবিলির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ। তারপর এগরা শহরেই রাত্রিবাস করেন। শনিবার প্রাতর্ভ্রমণে বেরিয়ে হট্টনাগর মন্দির দর্শনে যান। তারপর চা-চক্রে যোগদান করেন। সেখানে সন্দেশখালিতে ইডি ও সাংবাদিকদের উপর হামলার নিন্দা করেন দিলীপ। দুপুরে সর্বোদয় অঞ্চল বিজেপির সম্মেলনে যোগ দেন তিনি। সেখানে দিলীপ বলেন, ‘‘লোকসভায় রাজ্যের ৩৫টি আসন আমাদের উপহার দিতে হবে। নরেন্দ্র মোদীকে আবার প্রধানমন্ত্রী করতে হবে। তখন দেশ সুরক্ষিত থাকবে। সীমানা সুরক্ষিত থাকবে। সব গুন্ডা নেতাদের কলার ধরে টানতে টানতে ইডি, সিবিআই জেলে ভরে দেবে। তিহারে পাঠিয়ে দেবে কেষ্টর মতো।’’
দিলীপ বিঁধেছেন ‘ইন্ডিয়া’ জোটকেও। তিনি বলেন, ‘‘তৃণমূলকে যদি ভোট দেন তাহলে ভাইপো রাজা হবে। আপনি ভিখারি হবেন। লালু প্রসাদকে ভোট দিলে তাঁর ছেলে রাজা হবে। মুলায়মকে ভোট দিলে তাঁর ছেলে রাজা হবে। কংগ্রেসকে ভোট দিলে রাহুল গান্ধী রাজা হবেন। আপনি ভিখারি হবেন। আর মোদীকে ভোট দিলে আপনি রাজা হবেন।’’ সম্মেলনে ছিলেন বিজেপির সাংগঠনিক জেলা (মেদিনীপুর) সভাপতি সুদাম পন্ডিত-সহ অন্য নেতৃত্ব।