নির্বিঘ্নেই মনোনয়ন দিচ্ছেন বিজেপি প্রার্থীরা। গোয়ালতোড়ে। নিজস্ব চিত্র
পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্ব শুরু হতেই রক্ত ঝরছে জেলায় জেলায়। পশ্চিম মেদিনীপুরেও কোথাও পুলিশের সামনেই চলছে বিরোধী কর্মীদের লাঠিপেটা, কোথাও আবার মনোনয়নপত্র কেড়ে বিরোধী প্রার্থীকে ঘাড়ধাক্কার ছবি সামনে আসছে।
এ সবের মধ্যেই অন্য ছবি গোয়ালতোড়ে। মনোনয়ন জমা থেকে দেওয়াল লিখন— শাসক-বিরোধীর স্বাস্থ্যকর লড়াই চোখে পড়ছে এই এলাকায়। জেলার এই জনপদে বাম-বিজেপি-তৃণমূল, সকলেই এখনও পর্যন্ত নির্বিঘ্নে মনোনয়ন জমা দিয়েছেন। মনোনয়নকে কেন্দ্র করে গোলমালও হয়নি।
কোন অঙ্কে এমন ব্যতিক্রমী গোয়ালতোড়?
বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে কথা বলে জানা গেল, এর পিছনে রয়েছে নানা কারণ।
একটা সময় মাওবাদীদের শক্ত ঘাঁটি ছিল গোয়ালতোড়। বোমা-গুলির আওয়াজ তখন কান-সওয়া হয়ে গিয়েছিল বাসিন্দাদের। তেই আতঙ্ক আবার ফিরুক, চায় না গোয়ালতোড়। তাই বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও গোলমালে জড়িয়ে শান্তি বিঘ্নিত করতে নারাজ। তাই পঞ্চায়েত ভোটের মনোনয়ন প্রক্রিয়ায় শুরু হতেই শাসক-বিরোধী দুই শিবিরেই প্রস্তুতির ছবি দেখা দিয়েছে। তৃণমূল, বিজেপি, সিপিএম— সব দলের পতাকাও নজরে পড়ছে। ব্লক অফিসে তৃণমূল কর্মীদের ভিড়ের মাঝে দেখা যাচ্ছে বিজেপি ও সিপিএম কর্মীদের মুখও। মনোনয়নের হিসেবেও সেই সহাবস্থানের ছবি।
গোয়ালতোড় ব্লকের ১০টি অঞ্চলে পঞ্চায়েতের মোট আসন ১১০। তার মধ্যে ৭৫টি আসনে বিজেপি প্রার্থী দিয়ে ফেলেছে। সিপিএমও পঞ্চায়েতের ২০টি আসনে প্রার্থী দিয়েছে। আর শুক্রবার থেকে তৃণমূল প্রার্থীরা মনোনয়ন জমা দিতে শুরু করেছেন। তাই রাজ্যের অন্য প্রান্তের থেকে এখানে বিরোধী নেতার গলায় অন্য সুর। বিজেপির জেলা সহ-সভাপতি পশুপতি দেবসিংহ মানছেন, “দু’-একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া এখানে কোনও সমস্যা নেই। সংরক্ষণের গেরোয় জাতিগত শংসাপত্র পেতে বেগ পেতে হচ্ছে। বাদবাকি সব ঠিকঠাকই আছে।’’ সিপিএমের গোয়ালতোড় এরিয়া কমিটির সম্পাদক কৃষ্ণপ্রসাদ দুলেরও বক্তব্য, “বিভিন্ন কারণে আমরা সব আসনে লড়াই করতে পারব না। তবে মনোনয়নে কেউ বাধা দেয়নি।’’
শুধু মনোনয়ন-পর্ব নয়, গোয়ালতোড়ে ভোটের প্রচারও চলছে শান্তিতে। তৃণমূলের পতাকার পাশে উড়ছে গেরুয়া, লাল পতাকাও। দেওয়াল লিখতেও বিশেষ সমস্যা হচ্ছে না বিরোধীদের। আমলাশুলির এক বিজেপি কর্মী বলছিলেন, “তৃণমূল কর্মীদের পাশাপাশি আমরাও দেওয়াল লিখছি। কেউ বাধা দেয়নি।’’
শাসক তাহলে এখানে সত্যিই শান্তিপ্রিয়? তৃণমূলের গোয়ালতোড় ব্লক সভাপতি রবি রায়ের জবাব, “মানুষ তো আমাদের সঙ্গেই আছেন। তাই আমরাও চাইছি সুস্থ ভাবে ভোট হোক, প্রতিদ্বন্দ্বিতা হোক।’’