Bus Accident

বয়স্ককে বাঁচাতে গিয়ে সজোরে ব্রেক, খড়্গপুরে উল্টে গেল বাস! আহত ১৫ যাত্রী, আশঙ্কাজনক ৩

খড়্গপুর থেকে বেলদার দিকে যাচ্ছিল রাইপুর-কাঁথিগামী একটি বাসটি। জাতীয় সড়কের বাঁ দিকে নিজের বাইক নিয়ে দাঁড়িয়েছিলেন এক বয়স্ক ব্যক্তি। হঠাৎই তিনি বাইক নিয়ে জাতীয় সড়কের ডান দিকে যাওয়ার চেষ্টা করেন।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২৫ ১৮:৩৬
Share:
accident

জাতীয় সড়কে উল্টে যায় যাত্রিবাহী বাস। জখম অন্তত ১৫ জন। —নিজস্ব চিত্র।

বয়স্ক বাইক-আরোহীকে বাঁচাতে গিয়ে জাতীয় সড়কে উল্টে গেল যাত্রিবাহী বাস। তাতে জখম হলেন অন্তত ১৫ জন যাত্রী। মঙ্গলবার দুর্ঘটনাটি হয়েছে পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর গ্রামীণ থানার সাঁকোয়া এলাকায় ৬০ নম্বর জাতীয় সড়কে।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার সকাল ১০টা নাগাদ ৬০ নম্বর জাতীয় সড়ক ধরে খড়্গপুর থেকে বেলদার দিকে যাচ্ছিল রাইপুর-কাঁথিগামী একটি বাসটি। জাতীয় সড়কের বাঁ দিকে নিজের বাইক নিয়ে দাঁড়িয়েছিলেন এক বয়স্ক ব্যক্তি। হঠাৎই তিনি বাইক নিয়ে জাতীয় সড়কের ডান দিকে যাওয়ার চেষ্টা করেন। মুখোমুখি পড়ে যান চলন্ত বাসের। তাঁকে রক্ষা করতে গিয়ে বাসচালক সজোরে ব্রেক কষেন। ফলে রাস্তার বাঁ দিকে উল্টে যায় বাসটি। বাইকে হালকা আঘাত লাগায় ওই বাইকচালকও পড়ে যান। তাঁদের উদ্ধার করতে হাত লাগান স্থানীয়েরা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় খড়্গপুর গ্রামীণ থানার পুলিশ বাহিনী।

পুলিশ সূত্রে ১৫ জন যাত্রীর জখম হওয়ার খবর পাওয়া গিয়েছে। তাঁদের মধ্যে ৩ জনের আঘাত গুরুতর। তাঁদের মেদিনীপুর মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয়েছে। জখম হয়েছেন ওই বাইক-আরোহীও। আহতদের প্রত্যেককে হাসপাতালের পাঠানোর ব্যবস্থা করা হয়। বাসে থাকা সকল যাত্রীকে উদ্ধার করা হয়েছে।

Advertisement

জানা যাচ্ছে, দুপুরে ৩ জখম যাত্রীকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এখন তাঁদের অবস্থা স্থিতিশীল বলেই জানা যাচ্ছে। বাসে থাকা যাত্রীরা বলছেন, ‘‘বাসচালকের কোনও দোষ নেই। বয়স্ক বাইক-আরোহীকে বাঁচাতে গিয়েই উল্টে যায় বাসটি। চালকের তৎপরতাতেই আমরা আজ প্রাণে বাঁচলাম। আরও বড় দুর্ঘটনা হতে পারত।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement