চালু আদর্শ আচরণবিধি, মুখ ঢাকছে মোদী-মমতার

খড়্গপুর বিধানসভা উপনির্বাচন ২৫ নভেম্বর। ভোটের দিন ঘোষণার পর থেকেই আদর্শ আচরণবিধি কার্যকর হয়েছে। প্রশাসন সূত্রে খবর, শুধু খড়্গপুর নয়, নিয়ম মেনে পুরো জেলাতেই আচরণবিধি কার্যকর হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মেদিনীপুর শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০১৯ ০২:২২
Share:

—ফাইল চিত্র

ঢাকছে মোদী, মমতার মুখ।

Advertisement

খড়্গপুর বিধানসভা উপনির্বাচন ২৫ নভেম্বর। ভোটের দিন ঘোষণার পর থেকেই আদর্শ আচরণবিধি কার্যকর হয়েছে। প্রশাসন সূত্রে খবর, শুধু খড়্গপুর নয়, নিয়ম মেনে পুরো জেলাতেই আচরণবিধি কার্যকর হয়েছে। বিধি মেনে সরকারি জায়গা থেকে সরকারি প্রচারমূলক কাজের হোর্ডিং, ফ্লেক্স সরিয়ে ফেলার কাজও শুরু করেছে প্রশাসন। নিয়ম অনুযায়ী, সরকারি জায়গার উপর দলীয় প্রচারও সম্পূর্ণ নিষিদ্ধ। নজর রাখা হচ্ছে সে দিকেও।

জেলা প্রশাসনের এক আধিকারিকের কথায়, ‘‘ভোটের দিন ঘোষণার পর থেকেই আদর্শ আচরণবিধি চালু হয়েছে। নিয়ম মেনে সরকারি অফিস ও জায়গা থেকে রাজনৈতিক ব্যক্তিদের ছবি, প্রচারমূলক বিভিন্ন ব্যানার, পোস্টার সরানোর জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। ধারাবাহিকভাবে এই অভিযান চলবে।’’ ওই আধিকারিক আরও জানাচ্ছেন, উপনির্বাচনকে সামনে রেখে এমসিসি এনফোর্সমেন্ট টিম তৈরি হয়েছে।

Advertisement

জেলা প্রশাসনের দাবি, ইতিমধ্যে মেদিনীপুর কালেক্টরেট চত্বর-সহ অনেক অফিস চত্বর থেকেই সরকারি প্রচারমূলক সামগ্রী সরেছে। প্রধানমন্ত্রী কিংবা মুখ্যমন্ত্রীর মুখ থাকলে তা ঢেকে দেওয়া হয়েছে। তবে সব সরকারি অফিস চত্বর থেকে এখনও সরকারি ফ্লেক্স, হোর্ডিং সরেনি বলে অভিযোগ। বিষয়টি মেনে জেলা প্রশাসনের এক সূত্রের আশ্বাস, ওই সব সরকারি কাজের ফিরিস্তি দেওয়া পোস্টার, ব্যানার, ফ্লেক্স, হোর্ডিং দ্রুত সরিয়ে ফেলা হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement