জালিয়াতির অভিযোগ ব্যাঙ্ক কর্মীর বিরুদ্ধে

অ্যাকাউন্ট খুলে দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ উঠল এক বেসরকারি ব্যাঙ্কের কর্মীর বিরুদ্ধে। খড়্গপুর টাউন থানার পুলিশ নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে প্রতিম সাহা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

খড়্গপুর শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০১৬ ০০:০০
Share:

অ্যাকাউন্ট খুলে দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ উঠল এক বেসরকারি ব্যাঙ্কের কর্মীর বিরুদ্ধে। খড়্গপুর টাউন থানার পুলিশ নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে প্রতিম সাহা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। তিনদিন পুলিশ হেফাজতে জেরা করার পর বুধবার তাঁকে আদালতে হাজির করানো হয়। বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।

Advertisement

জানা গিয়েছে, খড়্গপুরে রেলের প্রধান হাসপাতালের অবসরপ্রাপ্ত চর্ম রোগ বিশেষজ্ঞ দিগিন্দ্রনারায়ণ পাল মালঞ্চ এলাকার বেসরকারি ব্যাঙ্কে একটি অ্যাকাউন্ট খুলে দীর্ঘ মেয়াদি আমানত করেছিলেন, বছর দশেক আগে। পরে ব্যাঙ্কেরই এক কর্মী পরামর্শ দেন ‘সিনিয়র সিটিজেন’ হিসাবে একটি নতুন সেভিংস অ্যাকাউন্ট খুলে সেখানে টাকা রাখতে। তাতে সুদের হার বেশি হবে। সেই মতো মেয়াদ উত্তীর্ণ সঞ্চয়গুলি ওই নতুন অ্যাকাউন্টে জমানোর কথা ভেবেছিলেন বছর পঁচাশির ওই চিকিৎসক।

বাড়িতে গিয়ে পরিষেবা দেওয়ার নিয়মে প্রতিম সাহা নামে ব্যাঙ্ক কর্মী নিয়মিত বৃদ্ধের বাড়িতে অ্যাকাউন্ট খুলে দেওয়ার কথা বলেন। নিয়মিত চেক নিয়েও আসতেন তিনি। দিগিন্দ্রবাবু ও তাঁর পরিবারের দাবি, কাগজপত্র, প্রি-অ্যাক্টিভেটেড চেক সবই পেয়েছিলেন। বেশ কিছুদিন ব্যাঙ্ক স্টেটমেন্টে চেক জমা পড়ার হিসাবও পেয়েছেন তাঁরা। কিন্তু হঠাৎই একদিন ব্যাঙ্ক থেকে ডেকে পাঠিয়ে জানতে চাওয়া হয় এত টাকা অ্যাকাউন্ট থেকে কেন তুলে নেওয়া হচ্ছে। সে সময়ই ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানান, নতুন কোনও অ্যাকাউন্ট দিগিন্দ্রবাবুর নামে খোলা হয়নি। তখনই জানা যায় ১৯ লক্ষ ২হাজার টাকা জালিয়াতি হয়েছে।

Advertisement

দিগিন্দ্রনারায়ণ পালের কথায়, “চলতি বছরের এপ্রিল থেকে আমি প্রতিমের হাতে বেশিরভাগই বাহক চেক দিয়েছিলাম। সেই টাকা তুলে নিয়েছে। তা ছাড়া, ১৫লক্ষ টাকার একটি চেক অন্যের অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছে।’’ দিগিন্দ্রবাবুর ছেলে সন্দীপ পাল বলেন, “ভোটের সময়ে রাজনীতির গল্পে বাবাকে মশগুল করে প্রতিম সাহা নামে ওই ব্যাঙ্কের কর্মী বাবাকে দিয়ে দু’টি চেকে সই করেছিলেন। একটি চেক বাবার নামে লেখা ছিল। কিন্তু দ্বিতীয় ১৫লক্ষ টাকার চেকটি যে অন্যের নামে রয়েছে তা ধরতে
পারেননি বাবা।”

কিন্তু ব্যাঙ্ক স্টেটমেন্টে কী ভাবে ওই টাকা চিকিৎসকের অ্যাকাউন্টে পাঠানো হয়েছে বলে দেখানো হয়েছে তা নিয়েই জটিলতা বেড়েছে। সন্দীপবাবুর অভিযোগ, “প্রতিম সাহা একা নন, ব্যাঙ্কের উঁচুস্তরের বহু কর্মী জড়িত। না-হলে এমন করা সম্ভব নয়।” ওই ব্যাঙ্কের ম্যানেজার প্রতীক বসু অবশ্য দাবি করেছেন, “ঘটনায় গ্রাহকেরও সচেতন হওয়া প্রয়োজন ছিল। তবে আমাদের ব্যাঙ্কের পক্ষ থেকেও বিভাগীয় তদন্তকারী করা হচ্ছে। এর বেশি আমি কিছু বলতে পারব না।”

আইআইটিতে বৈঠক। প্রস্তাবিত একটি প্রকল্প নিয়ে আলোচনা করতে আইআইটির আসছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়। কাল, শুক্রবার আইআইটি-র ডিরেক্টরের সভাগৃহে একটি বৈঠকের ডাক দেওয়া হয়েছে। আইআইটির বৈঠক করবেন মন্ত্রী বাবুল সুপ্রিয়। আইআইটিতে ‘সেন্টার অফ এক্সিলেন্স অন অ্যাডভান্সড ম্যানুফাকচারিং টেকনোলজি’ চালু হতে চলেছে। এই বিষয় নিয়েই আইআইটির কর্তাদের সঙ্গে আলোচনা করতেই তিনি আসছেন বলে আইআইটি সূত্রে জানা গিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement