ভুয়ো বিদ্যুৎ বিল, দফতরে বিক্ষোভ

বাড়িতে বিদ্যুৎ সংযোগ না হওয়া সত্ত্বেও বিদ্যুৎ বিল আসা-সহ বিভিন্ন অভিযোগ তুলে নন্দীগ্রাম বিদ্যুৎ দফতরের অফিসে বিক্ষোভ দেখাল সারা বাংলা বিদ্যুৎ গ্রাহক সমিতি-র সমর্থকরা। বৃহস্পতিবার দুপুরে নন্দীগ্রাম বাজারের কাছে বিদ্যুৎ দফতরের অফিসের সামনে বিভিন্ন এলাকা থেকে আসা বিদ্যুৎ গ্রাহক সমিতির সমর্থকরা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

তমলুক শেষ আপডেট: ২৬ জুন ২০১৫ ০১:১৫
Share:

বাড়িতে বিদ্যুৎ সংযোগ না হওয়া সত্ত্বেও বিদ্যুৎ বিল আসা-সহ বিভিন্ন অভিযোগ তুলে নন্দীগ্রাম বিদ্যুৎ দফতরের অফিসে বিক্ষোভ দেখাল সারা বাংলা বিদ্যুৎ গ্রাহক সমিতি-র সমর্থকরা। বৃহস্পতিবার দুপুরে নন্দীগ্রাম বাজারের কাছে বিদ্যুৎ দফতরের অফিসের সামনে বিভিন্ন এলাকা থেকে আসা বিদ্যুৎ গ্রাহক সমিতির সমর্থকরা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। বিক্ষোভে নেতৃত্ব দেন সমিতির নন্দীগ্রাম শাখার সম্পাদক অসিত জানা, সদস্য মনোজ দাস প্রমুখ। পরে সমিতির তরফে বিদ্যুৎ দফৎরের আধিকারিকের কাছে দাবি সংবলিত স্মারক দেওয়া হয়। সমিতির অভিযোগ, নন্দীগ্রাম-১ ব্লকের বিভিন্ন গ্রামের বাসিন্দারা বাড়িতে বিদ্যুৎ সংযোগের আবেদন করেছিলেন। কিন্তু বাড়িতে বিদ্যুৎ ও বিদ্যুতের মিটার সংযোগ না করা সত্ত্বেও ইতিমধ্যে বেশকিছু বাড়িতে বিদ্যুৎ দফতর থেকে বিদ্যুৎ বিল পাঠানো হয়েছে।

Advertisement

গত মার্চ- মে এই তিন মাসের বিদ্যুৎ বিল হিসেবে ২০০ থেকে সাড়ে ৫০০ টাকা পর্যন্ত বিদ্যুৎ বিল পাঠানো হয় এলাকার বেশ কিছু বাসিন্দার বাড়িতে। এই ভুয়ো বিদ্যুৎ বিল পেয়ে অনেক বাসিন্দা ইতিমধ্যে বিদ্যুৎ দফতরে এসে ওই বিলের টাকা জমা দিয়েছেন। এ দিন অসিতবাবু, মনোজবাবুরা অভিযোগ করেন, ‘‘বিদ্যুৎ দফতরের গাফিলতির কারণে এলাকার বহু বাসিন্দা ভুয়ো বিদ্যুৎ বিল নিয়ে হায়রানির শিকার হচ্ছেন। অনেকেই ভয়ে বিদ্যুৎ বিল জমাও দিয়েছেন। এইধরনের ভূয়ো বিল পাঠানোর ঘটনা বিদ্যুৎ দফতরের চরম গাফিলতির প্রমাণ।’’

সমিতির দাবি, অবিলম্বে এই ভুয়ো বিদ্যুৎ বাতিল করতে ও যে সব পরিবার বিদ্যুৎ সংযোগ পাওয়ার জন্য আবেদন করেছে তাঁদের বিদ্যুৎ সংযোগ দিতে হবে। আর ভুয়ো বিদ্যুৎ বিল পাঠানোয় জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে।

Advertisement

বাড়িতে বিদ্যুৎ ও মিটার সংযোগ ছাড়াই বিদ্যুৎ বিল যাওয়ার অভিযোগের কথা স্বীকার করে রাজ্য বিদ্যুৎ বণ্টন দফতরের নন্দীগ্রামের স্টেশন ম্যনেজার শ্যামসুন্দর মণ্ডল বলেন, ‘‘কিছুক্ষেত্রে এ রকম হয়েছে বলে আমাদের নজরে এসেছে। আমরা অভিযোগ খতিয়ে ব্যবস্থা নিচ্ছি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement