জেলায় টিএমসিপি-র কোন্দল ফের বেআব্রু

ফের প্রকাশ্যে তৃণমূল ছাত্র পরিষদের (টিএমসিপি) কোন্দল। সেই পশ্চিম মেদিনীপুরেই। শুক্রবার মেদিনীপুরে এসেছিলেন টিএমসিপির রাজ্য সভানেত্রী জয়া দত্ত। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ আয়োজিত কর্মসূচিতে যোগ দেন তিনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মেদিনীপুর শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০১৭ ০১:০৪
Share:

ফের প্রকাশ্যে তৃণমূল ছাত্র পরিষদের (টিএমসিপি) কোন্দল। সেই পশ্চিম মেদিনীপুরেই।

Advertisement

শুক্রবার মেদিনীপুরে এসেছিলেন টিএমসিপির রাজ্য সভানেত্রী জয়া দত্ত। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ আয়োজিত কর্মসূচিতে যোগ দেন তিনি। তবে এই কর্মসূচিতে দেখা যায়নি টিএমসিপির জেলা সভানেত্রী দেবলীনা নন্দী এবং সংগঠনের জেলা কার্যকরী সভাপতিদেরও। টিএমসিপির জেলা নেতৃত্বের একাংশ মানছেন, এমন ঘটনা অনভিপ্রেত।

দেবলীনা এ দিন জেলাতেই ছিলেন। তাও কেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের কর্মসূচিতে এলেন না? দেবলীনার জবাব, “এ দিন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের কোনও কর্মসূচি ছিল বলে আমি জানিই না। আমাকে কেউ কিছু জানায়নি।” সংগঠনের এক সূত্রের দাবি, কর্মসূচির উদ্যোক্তারা জেলা সভানেত্রীর কাছে আমন্ত্রণপত্র পৌঁছননি। এমনকী ফোন করেও আমন্ত্রণ জানাননি। সংগঠনের এক সূত্রের দাবি, এ দিন দুপুরে দেবলীনার সঙ্গে ফোনে কথা হয় জয়ার। তখন জয়ার কাছে নালিশ জানান দেবলীনা। বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ আয়োজিত এই কর্মসূচির ‘ব্যাটন’ ছিল স্বদেশ সরকারের হাতে। স্বদেশ সংসদের প্রাক্তন সাধারণ সম্পাদক। তিনি বলেন, “ওঁকেও আমন্ত্রণ জানানো হয়েছিল। কোনও কারণে হয়তো আসতে পারেনি!”

Advertisement

এ দিন বিজেপির ছাত্র সংগঠনকে কোনও গুরুত্ব দিতেই রাজি হননি টিএমসিপির সভানেত্রী। জয়ার মন্তব্য, “এবিভিপি বলে কোনও সংগঠন পশ্চিমবাংলার বুকে রয়েছে বলে আমার জানা নেই! নাম শুনি কখনও কখনও। কিন্তু এবিভিপি কে বা কারা, তাদের পতাকার কী রং, তাদের নেতা কে বা তাদের কোনও লোক রয়েছে কি না আমার জানা নেই!”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement