পূর্ব মেদিনীপুর জেলার তমলুক, কাঁথি ও এগরা এই তিন পুরসভায় নতুন পুরবোর্ড গঠনের বিজ্ঞপ্তি জারি করল পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। গত ৫ মে রাজ্য নির্বাচন কমিশনের তরফে পূর্ব মেদিনীপুর জেলার তিনটি পুরসভায় নব নির্বাচিত কাউন্সিলরদের নাম সহ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেই নামের তালিকা জেলা প্রশাসন, সংশ্লিষ্ট মহকুমা প্রশাসন ও পুরসভা কতৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। এরপরই জেলা প্রশাসনের তরফে নতুন পুরবোর্ড গঠনের সময়সূচি জানিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
প্রশাসনিক বিজ্ঞপ্তি অনুযায়ী, তমলুক পুরসভার নতুন পুরবোর্ড গঠন করার জন্য সভা হবে আগামী ১৯ মে, কাঁথি পুরসভার বোর্ড গঠন হবে ২০ মে এবং এগরা পুরসভার বোর্ড গঠন করা হবে ২২ মে। তমলুকের মহকুমা শাসক সুভাশিস বেজ মঙ্গলবার বলেন, ‘‘তমলুক পুরসভার নতুন কাউন্সিলরদের শপথ গ্রহণ ও পুরপ্রধান নির্বাচনের জন্য আগামী ১৯ মে পুরসভার অফিস ভবনের মহেন্দ্র স্মৃতি সদনে সভা ডাকা হয়েছে।’’
গত ২৫ এপ্রিল পুরসভার নির্বাচনের পরে ২৮ এপ্রিল ভোট গণনা হয়। পূর্ব মেদিনীপুর জেলার তিন পুরসভাতেই এককভাবে সংখ্যা গরিষ্ঠতা লাভ করেছে তৃণমূল। পুরসভার ভোটের ফলাফল প্রকাশের পরেই তিন পুরসভায় পুরপ্রধান, উপ-পুপ্রধান পদে কাদের দায়িত্ব দেওয়া হবে তা নিয়ে তৃণমূলের অন্দরে তৎপরতা শুরু হয়। কাঁথি পুরসভার বিদায়ী পুরপ্রধান সৌম্যেন্দু অধিকারী পুনরায় নির্বাচিত হয়েছে। ফলে সৌম্যেন্দুবাবুর ফের পুরপ্রধান হওয়ার সম্ভবনা রয়েছে। তমলুক ও এগরা পুরসভার বিদায়ী পুরপ্রধানরা এ বার নির্বাচনে পরাজিত হওয়ায় এই দুই পুরসভাতেই নতুন পুরপ্রধান কে হবেন তা নিয়ে নানা জল্পনা রয়েছে।
স্মারকলিপি। কোলাঘাটের কুমারহাট এলাকায় চোলাই মদ তৈরি বন্ধ করার দাবি জানিয়ে জেলা পুলিশ সুপারের অফিসে স্মারকলিপি দিল পুলশিটা অঞ্চল মদ উচ্ছেদ কমিটি। কমিটির সম্পাদক সুজয় ঘাটার অভিযোগ, ‘‘ বেআইনি চোলাই মদ তৈরিতে যুক্ত পরিবারগুলি জেলা প্রশাসন-পুলিশের কাছে মদ তৈরি ও ব্যবসা করবে না প্রতিশ্রুতি দিলেও ফের মদ তৈরি করছে।’’