ন্যাশনাল ট্যালেন্ট সার্চ স্কলারশিপ পেল মেদিনীপুরের সোহম ষড়ঙ্গী। কেন্দ্রের মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের এই স্কলারশিপের জন্য দু’টি পর্যায়ে পরীক্ষা নেওয়া হয়েছিল। প্রথম পর্যায়ের পরীক্ষা হয়েছিল গত নভেম্বরে। পরের পর্যায়ের পরীক্ষা হয় গত মে মাসে। সম্প্রতি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। দেশের ৭৭৫ জনের সঙ্গে এ রাজ্যে ৩০জন পড়ুয়াও এই মেধাবৃত্তি পাবে। মেদিনীপুরের ডিএভি স্কুলের একাদশ শ্রেণির ছাত্র সোহমও তাদের একজন। সোহমের কথায়, “পরীক্ষা ভাল হয়েছিল। এই স্কলারশিপ অনুপ্রেরণা দেবে।”