Trees

ভাল‘বাসা’য় চন্দন-চাঁপার মিশেল, গাছ বদল করে বিয়ে সারলেন হলদিয়ার মানিক ও কাঁথির শিবন্তী

পেশায় ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার মানিক ভুইয়াঁর নেশা বৃক্ষরোপণ। তিনি সকলের কাছে পরিচিত ‘গাছ-মানিক’ নামে। গাছ বিনিময় করে তিনি বিয়ে করলেন কাঁথির শিবন্তী সিন্‌হাকে।

Advertisement

সুমন মণ্ডল 

হলদিয়া শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২২ ১৪:৩১
Share:

গাছ বিনিময় করে বিয়ে হল মানিক ভুইয়াঁ এবং শিবন্তী সিন্‌হার। — নিজস্ব চিত্র।

কবি লিখেছেন, ‘মৃত্যু সেজে দাঁড়িয়ে আছে মুখনিচু এক গুরুত্বহীন গাছ/ হাত রাখো তার বুকের কাছে, দেখতে পাবে আলো-গহীন গাছ।’ নিজেদের মধ্যে সেই ‘আলো-গহীন’ গাছ বিনিময় করেই বিয়ে সারলেন পূর্ব মেদিনীপুরের হলদিয়ার মানিক ভুইয়াঁ এবং কাঁথির শিবন্তী সিন‌্হা।

Advertisement

পেশায় পূর্ত দফতরের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার মানিকের নেশা বৃক্ষরোপণ। তিনি সকলের কাছে পরিচিত ‘গাছ-মানিক’ নামে। কয়েক জন বন্ধুকে নিয়ে বছরভর গাছ লাগানোর কাজ করেন। দ্রুত মাটি খোঁড়ার জন্য কিনে ফেলেছেন জাপানি যন্ত্র, যা দিয়ে মিনিটে একটি করে গর্ত কাটা যায়। পূর্ব মেদিনীপুরের মহিষাদল রাজবাড়ি, হলদিয়া শিল্পাঞ্চলের রাস্তার আনাচেকানাচে গাছ লাগিয়েছেন তিনি। এ ছাড়াও জেলার গণ্ডি ছাড়িয়ে শান্তিনিকেতনের লালদিঘির পাড়ে, আসানসোল-সহ নানা জায়গায় গাছ লাগানোর ডাক পেলেই তিনি গিয়েছেন ছুটে। শুক্রবার রাতে সেই ‘গাছ-মানিক’ বিয়ে সারলেন কাঁথির পাত্রী শিবন্তীর সঙ্গে। শনিবার ছিল বৌভাত। সেই অনুষ্ঠান রঙিন হয়ে উঠল প্রকৃতির রঙে। নিজেদের মধ্যে চন্দন এবং কনকচাঁপা গাছ বিনিময় করলেন মানিক এবং শিবন্তী।

শনিবার বৌভাতের অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছিল ‘বৃক্ষ পরিণয়’। বিয়েবাড়িতে সব অতিথির হাতে তুলে দেওয়া হয়েছে লাল এবং সাদা চন্দনের গাছ। মানিকের কথায়, ‘‘গাছ বাঁচানোর বার্তা দিতেই এমন আয়োজন করেছি আমরা।’’

Advertisement

স্বামীর সুরে সুর মিলিয়ে নববধূও বলে দিলেন, ‘‘গাছ লাগানোর নেশা থেকেই আমাদের পরিচয়। গাছপাগল এমন মানুষকে পেয়ে আমি ধন্য।’’

শিবন্তী জানিয়েছেন, তাঁদের বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের হাতে মোট ৫০০টি চন্দন গাছের চারা তুলে দিয়েছেন তাঁরা। তাঁদের আমন্ত্রণে সাড়া দিয়ে বিয়ে বাড়িতে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরের একটি স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরাও। তাঁরা নবদম্পতির হাতে তুলে দেন গাছের চারা। সেই স্বেচ্ছাসেবী সংস্থার সম্পাদক প্রতীক জানা বলেন, ‘‘গাছ লাগানো নিয়েই মানিকের সঙ্গে আমাদের পরিচয়। আমরা একসঙ্গে অনেক জায়গায় গাছ লাগিয়েছি। মানিকের মতো পরিবেশকর্মীদের লড়াইয়ের পাশে থাকার জন্যই আমরা এই অনুষ্ঠানে ছুটে এসেছি।’’

ভালোবাসায় ভাল-‘বাসা’ তৈরির স্বপ্ন বুকে নিয়ে মানিক এবং শিবন্তী একসুরেই বলেন, ‘‘আমরা বেড়াতে যাওয়া বা আনন্দানুষ্ঠানের খরচ বাঁচিয়ে বৃক্ষরোপণ করব। পাশাপাশি গাছে গাছে পাখির বাসাও বানিয়ে দেব।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement