পিক-আপ ভ্যান উল্টে জখম ৩৫

পিক-আপ ভ্যান উল্টে আহত হলেন ৩৫ জন। সোমবার সকালে গড়বেতা-আমলাশুলি রাস্তায় গোয়ালতোড় থানার হুমগড় সংলগ্ন মৌলাড়ায় ঘটনাটি ঘটে। আহতদের বাড়ি লালগড়ে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ঘাটাল ও মেদিনীপুর শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০১৬ ০০:২৮
Share:

পিক-আপ ভ্যান উল্টে আহত হলেন ৩৫ জন। সোমবার সকালে গড়বেতা-আমলাশুলি রাস্তায় গোয়ালতোড় থানার হুমগড় সংলগ্ন মৌলাড়ায় ঘটনাটি ঘটে। আহতদের বাড়ি লালগড়ে। দুর্ঘটনায় জখমদের প্রথমে গড়বেতা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। ৭ জনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁদের মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নতুন বছরের শুরুতে প্রতিবারই জঙ্গলে শিকার করতে যান আদিবাসী সম্প্রদায়ের অনেকে। গত রবিবার সকালে লালগড় থানা এলাকার বিভিন্ন গ্রাম থেকে প্রায় ৪০ জন একটি পিক-আপ ভ্যান ভাড়া করে বাঁকুড়ার বিষ্ণুপুরের জঙ্গলে শিকার করতে গিয়েছিলেন। এ দিন দুপুরে তাঁরা লালগড়ে বাড়ি ফিরছিলেন। গড়বেতা-আমলাশুলি রাস্তার মৌলাড়া গ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উল্টে যায়। ঘটনায় ১২ জন গুরুতর আহত হন। স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। পরে আশঙ্কাজনক রোগীদের মেদিনীপুর মেডিক্যালে স্থানান্তরিত করা হয়।

মেদিনীপুর মেডিক্যালে চিকিৎসাধীন জখমদের মধ্যে রয়েছেন সন্তোষ হাঁসদা, গোরাচাঁদ মুর্মু, নরসিংহ হেমরম, নিবারণ মুর্মু। এই ৭ জনের সকলেই মেল সার্জিক্যাল ওয়ার্ডে চিকিৎসাধীন। মেদিনীপুর মেডিক্যালের এক কর্তা বলেন, “দুর্ঘটনায় জখম ৭ জনকে মেদিনীপুরে পাঠানো হয়েছে। সকলেরই শারীরিক অবস্থা স্থিতিশীল।” হাসপাতাল সূত্রে খবর, আহতদের মধ্যে গোরাচাঁদ এবং নিবারণের মাথায় চোট রয়েছে। স্ক্যান করার পরেই চোট কতটা গুরুতর তা জানা যাবে। জখমদের বেশির ভাগেরই বাড়ি লালগড়ের রামগড়ের শ্যামচরণডাঙায়। গাড়িটি উদ্ধার করেছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement