প্রতীকী ছবি।
লটারির উপরে নিয়ন্ত্রণ আরও কঠোর করতে চলেছে কেন্দ্র। উত্তরপূর্বের রাজ্যগুলির পাশাপাশি পঞ্জাব, মধ্যপ্রদেশ, কেরল পশ্চিমবঙ্গের মতো যে ১৩টি রাজ্যে এখন লটারি চালু আছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ইতিমধ্যে তাদের নিয়ে বৈঠক করেছে।
কেন্দ্রের নিয়ন্ত্রণ রাজ্যগুলি মেনে নিতে চায় বলেই জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। তবে কিছু বিষয়ে কেন্দ্র-রাজ্য মতভেদ আছে। অনলাইন লটারিতে প্রতি ঘণ্টার খেলা সমাজে জুয়াড়ি মনোবৃত্তি তৈরি করছে। এই যুক্তিতে কেন্দ্র দিনে অনলাইন লটারির ছ’টির বেশি খেলা চালাতে দিতে চায় না। কিন্তু সংশ্লিষ্ট রাজ্যগুলি অন্তত ১০টি খেলার পক্ষে। স্বরাষ্ট্র মন্ত্রক খেলার ২৪ ঘণ্টা আগে থেকে টিকিট বিক্রি বন্ধের প্রস্তাব দিয়েছিল। লোকসানের আশঙ্কায় রাজ্যগুলি আপত্তি জানায়। কারণ ৯০% টিকিট বিক্রি হয় শেষ ২৪ ঘণ্টাতেই। অনলাইন লটারির সাইবার সুরক্ষা ও সার্ভারের নিরাপত্তা নিয়েও বিশেষ নির্দেশিকা জারি করছে মন্ত্রক।