চলছে অবরোধ। —নিজস্ব চিত্র।
ঠাকুরনগরে মতুয়াবাড়ির ঘরোয়া কোন্দল এ বার একেবারে প্রকাশ্য রাস্তায়। যার জেরে মঙ্গলবার রাতে ঘণ্টাখানেক ধরে চলল ট্রেন অবরোধ। নাকাল হলেন সাধারণ যাত্রীরা।
গতকাল রাত ৯টা থেকে শিয়ালদহ-বনগাঁ শাখার ঠাকুরনগর স্টেশনের কাছে তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুরের নেতৃত্বে অবরোধে বসেন বেশ কয়েক জন। এর ফলে ঘণ্টা খানেকের জন্য বিপর্যস্ত হয়ে পড়ে ট্রেন চলাচল। পরে রেল পুলিশ এসে অবরোধ উঠিয়ে দেয়।
আরও পড়ুন: শুখা রাজ্যে মদের ‘স্টক’ দেখিয়ে বিপাকে বিধায়ক
স্থানীয় পুলিশ সূত্রে খবর, দিন কয়েক আগে প্রমথরঞ্জন ঠাকুরের তৈরি আদি ঠাকুরবাড়ি ভেঙে পুনর্নিমাণ করতে গিয়েছিলেন মমতাবালা। তাই নিয়েই পারিবারিক ঝামেলার শুরু। সেই সময় মমতাদেবীর বিরুদ্ধে গাইঘাটা থানায় অভিযোগ করেছিলেন মঞ্জুলকৃষ্ণ ঠাকুর। যদিও সেই সময় জামিন পেয়ে যান মমতাদেবী। এর পর মঙ্গলবার ফের তিনি বাড়ি নির্মাণের কাজে হাত দিলে দুই পক্ষের ঝামেলা হাতাহাতিতে পৌঁছায়। বিবাদের জেরেই ঠাকুরনগরে রেল অবরোধে বসেন মমতাদেবী ও তাঁর সমর্থকরা। ঘণ্টাখানেক চলে অবরোধ। রাতে মমতাদেবীকে স্থানীয় ঠাকুরনগর হাসপাতালে ভর্তি করানো হয়। তিনি এখনও হাসপাতালে চিকিৎসাধীন।