ঈদে টাকাও দেন মেহবুব ভাই

২৪ ঘণ্টাও হয়নি বর্ধমান থেকে কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডে আহত, অভিযুক্ত আব্দুল হাকিমকে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, খাগড়াগড়ের ওই বাড়িতে স্ত্রী আলিমার সঙ্গে আইইডি, গুলি, বোমা তৈরি করতেন তিনিও। এসএসকেএমে এ দিন তিন সদস্যের মেডিক্যাল বোর্ড তাঁকে পরীক্ষা করে।

Advertisement

সোমা মুখোপাধ্যায়

কলকাতা শেষ আপডেট: ১১ অক্টোবর ২০১৪ ০৩:৪৫
Share:

এসএসকেএম হাসপাতালে বর্ধমান বিস্ফোরণ-কাণ্ডে আহত আব্দুল হাকিম।—নিজস্ব চিত্র।

২৪ ঘণ্টাও হয়নি বর্ধমান থেকে কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডে আহত, অভিযুক্ত আব্দুল হাকিমকে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, খাগড়াগড়ের ওই বাড়িতে স্ত্রী আলিমার সঙ্গে আইইডি, গুলি, বোমা তৈরি করতেন তিনিও। এসএসকেএমে এ দিন তিন সদস্যের মেডিক্যাল বোর্ড তাঁকে পরীক্ষা করে। যদিও পরীক্ষায় বিস্ফোরণজনিত সাধারণ কয়েকটি ক্ষত ছাড়া আর কিছু পাওয়া যায়নি বলে চিকিৎসকেরা জানিয়েছেন। এসএসকেএমের অধিকর্তা প্রদীপ মিত্র জানিয়েছেন, হাকিমকে অর্থোপেডিক বিভাগের অধীনে ভর্তি করা হয়েছে। কিন্তু সেখানে শয্যা খালি না থাকায় আপাতত ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের একটি শয্যাতেই রয়েছেন তিনি। এ দিন তাঁর এক্স-রে এবং রক্তের কিছু পরীক্ষানিরীক্ষা হয়। পুলিশি ঘেরাটোপে থাকা হাকিমের সঙ্গে শুক্রবার দুপুরে মিনিট তিনেক কথা বলার সুযোগ মেলে।

Advertisement

প্রশ্ন: কী করে বিস্ফোরণটা ঘটল?

Advertisement

হাকিম: জানি না। আগে কখনও হয়নি।

প্রশ্ন: কতদিন ধরে কাজটা করছেন?

হাকিম: অনেক দিন।

প্রশ্ন: এর আগে কোথায় করেছেন?

হাকিম: ওই তো। কাছেই।

প্রশ্ন: কোথায়?

হাকিম: নিরুত্তর। (সিলিংয়ের দিকে তাকিয়ে থাকলেন)

প্রশ্ন: এ রাজ্যেই?

হাকিম: হুমম...

প্রশ্ন: এলাকার লোকজনের সঙ্গে যোগাযোগ ছিল?

হাকিম: হ্যাঁ, ওঁরা আসতেন তো।

প্রশ্ন: কারা?

হাকিম: ওই সব লোকজনেরা।

প্রশ্ন: তৃণমূলের লোকেরা?

হাকিম: হ্যাঁ, ওঁরাও।

প্রশ্ন: মেহবুব রহমান?

হাকিম: হ্যাঁ, মেহবুব ভাই। আরও অনেকে। ঈদের জন্যও টাকা দিয়েছিলেন তো।

প্রশ্ন: এ রকম ক্ষতিকর কাজ কেন করতেন?

হাকিম: এখানকার কারও ক্ষতি হতো না।

প্রশ্ন: বোমা, গুলিতে এখানকার মানুষ মারা যেতেন না সেটা কী ভাবে নিশ্চিত হচ্ছেন?

হাকিম: ওরা বলেছিল, ও সব দিলে আমরাও শান্তিতে কাজ করব। ওরাও করবে।

প্রশ্ন: ওরা কারা?

হাকিম: যারা আসত। এখন কি আর ওরা এ সব কথা মানবে....

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement