প্রতীকী ছবি।
কাঁথি (দক্ষিণ) বিধানসভা উপ-নির্বাচন ভোট ৯ এপ্রিল। শুক্রবার জেলাশাসকের দফতরে নির্বাচনী আচরণ বিধি নিয়ে সর্বদল বৈঠক করেন অতিরিক্ত জেলাশাসক অভিজিৎ মিত্র।
এ দিন তমলুকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলাশাসক রশ্মিকমল জানান, ভোটের জন্য প্রশাসনিক প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে। নির্বাচন কমিশনের ঘোষণার পর বৃহস্পতিবার থেকেই জেলায় আদর্শ আচরণ বিধি চালু হয়েছে। ইতিমধ্যে ইভিএম পরীক্ষার কাজ শেষ হয়েছে।
প্রশাসন সূত্রে খবর, ১৪ মার্চ থেকে কাঁথি মহকুমাশাসকের দফতরে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ শুরু হবে। সেই মনোনয়ন পরীক্ষা হবে ২২ মার্চ। প্রার্থী পদ প্রত্যাহারের শেষ দিন ২৪ মার্চ। ওই দিনই ঘোষণা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা হবে।
২০১৬ বিধানসভা ভোটে কাঁথি থেকে নির্বাচিত হয়েছিলেন তৃণমূলের দিব্যেন্দু অধিকারী। কিন্তু পরে তাঁকেই তমলুকের সাংসদ পদে জিতিয়ে নিয়ে যায় তৃণমূল। তাঁর শূন্যপদেই এ বার উপ-নির্বাচন।
প্রশাসন সূত্রে খবর, এ বার মোট ২০৭৩৩৭ জন ভোটার। তাঁদের মধ্যে পুরুষ ১০৬৪৬৭, মহিলা ১০০৮৬৯ জন এবং তৃতীয় লিঙ্গের ১ জন রয়েছেন। নির্বাচনে ২৫৮ টি ভোটগ্রহণ কেন্দ্রে থাকছে।
২২ টি সেক্টর-এ কাজ করবেন ১০৩২ জন ভোটকর্মী। মোট ২৫৮ টি ইভিএম ব্যবহার করা হবে। নির্হাচন কমিশনের নির্দেশ অনুযায়ী ১৫ এপ্রিলের মধ্যে শেষ করতে হবে গোটা নির্বাচন প্রক্রিয়া।