পুরনো নোট বদলাতে কী করবেন জেনে নিন

আজ ব্যাঙ্ক খুলছে। সেখানে বা ডাকঘরে নিজের অ্যাকাউন্টে ওই টাকা জমা দিতে পারেন ৩০ ডিসেম্বরের মধ্যে। তার পরেও ৩১ মার্চ পর্যন্ত তারা ওই নোট জমা নেবে। তখন লাগবে পরিচয়পত্র। যে ব্যাঙ্কে আপনার অ্যাকাউন্ট রয়েছে, তার যে কোনও শাখায় ওই টাকা জমা দিতে পারেন। অ্যাকাউন্ট নেই এমন ব্যাঙ্কে টাকা জমা দিতে পরিচয়পত্রের সঙ্গে লাগবে নিজের অ্যাকাউন্টের তথ্য।

Advertisement
শেষ আপডেট: ১০ নভেম্বর ২০১৬ ০৩:২৫
Share:

•পুরনো ৫০০, ১০০০ টাকার নোট নিয়ে কী করি?

Advertisement

আজ ব্যাঙ্ক খুলছে। সেখানে বা ডাকঘরে নিজের অ্যাকাউন্টে ওই টাকা জমা দিতে পারেন ৩০ ডিসেম্বরের মধ্যে। তার পরেও ৩১ মার্চ পর্যন্ত তারা ওই নোট জমা নেবে। তখন লাগবে পরিচয়পত্র। যে ব্যাঙ্কে আপনার অ্যাকাউন্ট রয়েছে, তার যে কোনও শাখায় ওই টাকা জমা দিতে পারেন। অ্যাকাউন্ট নেই এমন ব্যাঙ্কে টাকা জমা দিতে পরিচয়পত্রের সঙ্গে লাগবে নিজের অ্যাকাউন্টের তথ্য।

•অ্যাকাউন্ট না থাকলে?
দ্রুত তা খুলে ফেলুন। নইলে আত্মীয়ের অ্যাকাউন্টে অন্তত সাময়িক ভাবে টাকা জমা দিতে পারেন। কিন্তু সে জন্য তাঁর লিখিত অনুমতি জরুরি।

Advertisement

•কিন্তু নগদ? পুরনো টাকা বদলে তা মিলবে কি?
অচল নোট আজ থেকেই ভাঙিয়ে/ পাল্টে দেবে ব্যাঙ্ক ও ডাকঘর। তবে ২৪ নভেম্বর অবধি প্রতি জনকে ৪,০০০ টাকা পর্যন্ত নোট বদলে দেওয়া হবে। ২৫ নভেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত ওই সীমা বাড়বে। যে কোনও ব্যাঙ্কের যে কোনও শাখায়, ডাকঘর ও রিজার্ভ ব্যাঙ্কের ইস্যু করা অফিসে এই বদল করা যাবে।

•বাড়তি ফর্ম ভরতে হবে কি?
অ্যাকাউন্টে টাকা জমা দিতে বাড়তি ফর্ম ভরার প্রশ্ন নেই। কিন্তু নোট ভাঙাতে/ পাল্টাতে তা করতে হবে।

•যত খুশি তত জমা?
অ্যাকাউন্টে যত খুশি টাকা জমা দিতে পারেন। তবে কেওয়াইসি করা না-থাকলে, ৫০ হাজারের বেশি জমা দিতে পারবেন না।

•আর এটিএম?
বলা হয়েছিল, আজ সব এটিএম বন্ধ থাকবে। পরে অর্থ মন্ত্রকের দাবি, খোলা থাকতে পারে কিছু এটিএম। তবে এই পরিষেবা আজ অল্প-বিস্তর ব্যাহত হতে পারে। এটিএম চালু হলে, ১৮ নভেম্বর পর্যন্ত প্রতি ডেবিট কার্ডে দিনে ২০০০ টাকা পর্যন্ত তোলা যাবে। ১৯ নভেম্বর থেকে তা বেড়ে হবে ৪,০০০।

•ব্যাঙ্কে গিয়ে তুলতে পারব কত টাকা?

উইথড্রয়াল স্লিপ ও চেকে দিনে ১০,০০০ টাকা পর্যন্ত তোলা যাবে। সপ্তাহে মোট ২০,০০০। এটিএমে তোলা টাকাও এর মধ্যে ধরা হবে। কারেন্ট অ্যাকাউন্টেও একই সীমা।

•ব্যাঙ্ক বাড়তি সময় দেবে কি?
এই শনি ও রবিবার ব্যাঙ্ক খোলা থাকছে। প্রথম ক’দিন বেশি সময় খোলা থাকবে স্টেট ব্যাঙ্ক, আইসিআইসিআই-সহ কিছু ব্যাঙ্ক। এটিএমের টাকা ফুরোলে দ্রুত ভরার বন্দোবস্তও করছে ব্যাঙ্কগুলি।

•কিন্তু এর পরেও টাকা লাগলে?
সে ক্ষেত্রে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, মোবাইল-ওয়ালেট, চেক বা নেট ব্যাঙ্কিংয়ে ভরসা করতে হবে। সেখানে লেনদেনে ঊর্ধ্বসীমা নেই।

•ব্যাঙ্কে নিজে না গেলেও চলবে?

নিজে যাওয়াই ভাল। না-পারলে অন্য কেউ। কিন্তু আপনার লিখিত অনুমতি ও নিজের পরিচয়পত্র দেখাতে হবে তাঁকে।

•দেশের বাইরে আছি। কী করব?
ফিরে এসে নোট বদলের সময় হাতে থাকলে অপেক্ষা করুন। নইলে কাউকে লিখিত অনুমতি দিয়ে পাঠাতে পারেন। সে ক্ষেত্রেও তাঁর নিজের পরিচয়পত্র লাগবে।

•আমি অনাবাসী ভারতীয়। এনআরও অ্যাকাউন্টে নোট জমা দিতে বা পাল্টাতে পারব?
হ্যাঁ।

•আমি বিদেশি পর্যটক। নোট বদলাব কী ভাবে?
৫,০০০ টাকা পর্যন্ত অঙ্কের পুরনো নোট বদলানো যাবে বিমানবন্দরের বিনিময় কেন্দ্রে। শুক্রবার মধ্যরাতের মধ্যে।

•বার বার যে পরিচয়পত্রের কথা বলা হচ্ছে, সেগুলি কী?
আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি, পাসপোর্ট, এনরেগা কার্ড, প্যান কার্ড, সরকারি কর্মীদের পরিচয়পত্র।

•অসুবিধা হলে যোগাযোগ কোথায়?
ফোন করতে পারেন রিজার্ভ ব্যাঙ্কের কন্ট্রোল রুমে। নম্বর: ০২২-২২৬০২২০১/ ২২৬০২৯৪৪। চোখ রাখতে পারেন তাদের ওয়েবসাইটেও (www.rbi.org.in)

•পুরনো টাকা চলছে কোথায়?
সরকারি হাসপাতাল এবং রেল-সরকারি বাস-বিমানবন্দরের টিকিট কাউন্টারে তা চলবে শুক্রবার মধ্যরাত্রি পর্যন্ত। দেওয়া যাবে রাষ্ট্রায়ত্ত সংস্থার পেট্রোল পাম্প, সরকারি সমবায়িকা, রাজ্য সরকারি দুধের বুথ, শ্মশান, কবরস্থানেও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement