দখলদারদের সঙ্গে কথা বললেন শোভন

বাইপাসের ধারে মাদুরদহে খাস জমির উপর বসে থাকা ‘দখলদার’দের সংঘাতে না যাওয়ার পরামর্শ দিলেন কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০১৬ ০৩:১৩
Share:

বাইপাসের ধারে মাদুরদহে খাস জমির উপর বসে থাকা ‘দখলদার’দের সংঘাতে না যাওয়ার পরামর্শ দিলেন কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়।

Advertisement

গত কয়েক দিন ধরে ওই জমি ঘেরা নিয়ে সরকারি পদক্ষেপের বিরুদ্ধে বিক্ষোভ-প্রতিবাদে সামিল হন শ’খানেক স্থানীয় বাসিন্দা।

যাঁদের কেউ কেউ ওই জমির ‘বর্গাদার’ হিসেবেও দাবি করেছেন। তাঁদের প্রতিবাদের ফলেই বার তিনেক ওই এলাকা ঘিরতে গিয়ে ফিরে আসতে হয়েছে পুলিশ এবং প্রশাসনকে। কিন্তু সরকারের কাজে এ ভাবে প্রতিবাদ করাটা যে ঠিক নয় তা বোঝাতেই এ দিন প্রতিবাদীদের সঙ্গে খোলা মনে কথা বলতে যান শোভনবাবু। এক রকম ঘরোয়া পরিবেশেই তাঁদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন মেয়র।

Advertisement

স্থানীয় বাসিন্দারা তাঁদের দাবির কথা শোনান মেয়রকে। তবে মেয়র তাঁদের জানিয়ে দিয়েছেন, আলোচিত জমিটা যে সরকারের খাসের জমি, তা গত মার্চেই হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে। আর আদালতের নির্দেশকে মান্যতা দিতে হবে। মেয়র সেখানে জানান, বর্গাদার বলে কেউ কেউ অবশ্য জমির দখলে রাখার দাবি তুলছেন। কিন্তু এই খাস জমিতে বর্গার কোনও গুরুত্ব নেই। জেলা প্রশাসনেও তার কোনও নথি নেই।

স্থানীয় বাসিন্দাদের মেয়র জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই নির্বিচার উচ্ছেদের বিরুদ্ধে। তবে সরকারেরও প্রশাসনিক এবং আইনগত কিছু বাধ্যবাধকতা থাকে। সে সব মাথায় রেখেই চলতে হয়। শোভন বলেন, ‘‘সে বিষয়টি খেয়াল রেখেই ওঁদের বক্তব্য লিখিত ভাবে জানাতে বলেছি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement