অসুস্থ মেয়র, এখন বিশ্রামে

এ দিন থেকে শুরু হওয়া বিধানসভা অধিবেশনেও তিনি হাজির থাকতে পারবেন না বলে বিধানসভার স্পিকারের কাছে লিখিত ভাবে জানিয়ে দিয়েছেন। মেয়র তথা মন্ত্রীর আপ্ত সহায়ক এ দিন ওই চিঠি পৌঁছে দিয়েছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২১ নভেম্বর ২০১৭ ০৩:১৬
Share:

—ফাইল চিত্র।

বাথরুমে পড়ে গিয়ে কোমরে জোর চোট পেয়েছেন কলকাতা মেয়র শোভন চট্টোপাধ্যায়। আপাতত আগামী এক সপ্তাহ তাঁকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। শোভনবাবু সোমবার নিজেই সে কথা জানিয়েছেন। তাই এ দিন তিনি পুরভবনে যেতে পারেননি। তিনি জানিয়েছেন, আগামী দিনসাতেকও পুরভবনে যেতে পারবেন না। এমনকী, এ দিন থেকে শুরু হওয়া বিধানসভা অধিবেশনেও তিনি হাজির থাকতে পারবেন না বলে বিধানসভার স্পিকারের কাছে লিখিত ভাবে জানিয়ে দিয়েছেন। মেয়র তথা মন্ত্রীর আপ্ত সহায়ক এ দিন ওই চিঠি পৌঁছে দিয়েছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে।

Advertisement

রাতে ফোনে যোগাযোগ করা হলে মেয়র বলেন, ‘‘কোমরে খুব ব্যথা। চিকিৎসকেরা চলাফেরা নিয়ন্ত্রণ করতে বলেছেন। সাত দিন এ ভাবেই থাকতে হবে।’’ মেয়রের পাশাপাশি শোভনবাবু রাজ্য সরকারের তিনটি দফতরের মন্ত্রীও। পুর প্রশাসন এবং ওই সব দফতর সূত্রের খবর, প্রয়োজনীয় ফাইলপত্র থাকলে তা মেয়রের বাড়িতেই নিয়ে যাওয়া হয়। এ ক্ষেত্রেও তা-ই করা হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement