নয়া দায়িত্বে মারিয়ম

বাংলায় বিধানসভা ভোটে কংগ্রেসের হাত ধরার সিদ্ধান্তের প্রতিবাদ করে সিপিএমের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়েছিল ক’মাস আগে। কিন্তু দলের গণসংগঠন গণতান্ত্রিক মহিলা সমিতির সাধারণ সম্পাদক পদে রয়েছিলেন হরিয়ানার জগমতী সঙ্গওয়ান।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০১৬ ০২:৫৯
Share:

বাংলায় বিধানসভা ভোটে কংগ্রেসের হাত ধরার সিদ্ধান্তের প্রতিবাদ করে সিপিএমের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়েছিল ক’মাস আগে। কিন্তু দলের গণসংগঠন গণতান্ত্রিক মহিলা সমিতির সাধারণ সম্পাদক পদে রয়েছিলেন হরিয়ানার জগমতী সঙ্গওয়ান। ভোপালে সংগঠনের একাদশ সর্বভারতীয় সম্মেলনের শেষ দিনে তাঁর জায়গায় নয়া সাধারণ সম্পাদক হলেন মহারাষ্ট্রের মারিয়ম ধওয়ালে। বাংলার মালিনী ভট্টাচার্যই ফের সর্বভারতীয় সভানেত্রী হন। দায়িত্ব পেয়ে মারিয়ম বলেন, ‘‘আগামী দিনে মহিলাদের উপরে সামাজিক, অর্থনৈতিক শোষণ ও লিঙ্গবৈষম্যের বিরুদ্ধে আমাদের সংগঠনের লড়াই জারি থাকবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement