TMC

‘মুকুল জেঠু ফিরে আসুন’

ছাত্রদের ওই দলে ছিলেন টিএমসিপি-র রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা ও কোলাঘাট শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০২১ ০২:৩৯
Share:

ফাইল চিত্র।

‘বিজেপিতে আপনি শান্তিতে নেই, তৃণমূলে ফিরে আসুন’— শুক্রবার রাতে নন্দীগ্রামের সভা সেরে ফেরার পথে কোলাঘাটের একটি ধাবায় তৃণমূল ছাত্র পরিষদ নেতা-কর্মীদের এমনই দাবির মুখোমুখি পড়েন বিজেপি-র সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়। ছাত্রদের ওই দলে ছিলেন টিএমসিপি-র রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য। মুকুলের সঙ্গে তাঁদের কথোপকথনের ভিডিয়োর (আনন্দবাজার সত্যতা যাচাই করেনি) একটি অংশ সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে, মুকুলকে ‘জেঠু’ সম্বোধন করে তৃণমূল সমর্থক ওই ছাত্ররা বলছেন, ‘আপনি কেন বিজেপিতে আছেন? ওখানে কি সম্মান পাচ্ছেন? আপনাকে দেখে মনে হচ্ছে শান্তিতে নেই। দিদির সঙ্গেই ভাল থাকবেন। ফিরে আসুন।’

Advertisement

মুকুল অবশ্য ঠান্ডা মেজাজেই তাঁদের সঙ্গে কথোপকথন চালিয়ে যান। সেই সঙ্গে আবারও দাবি করেন, ‘তিনি যখন তৃণমূলে ছিলেন তখনকার ভোটের ফল, আর তৃণমূলে তাঁর না থাকাকালীন ২০১৯-এর ভোটের ফল লক্ষ্য করলেই বোঝা যায় যে তৃণমূল তাঁর সময়ে কী ছিল আর এখন কী হয়েছে।’ তিনি যে বিজেপিতে শান্তিতেই আছেন, তা-ও বোঝানোর চেষ্টা করেন মুকুল। মুকুলের সঙ্গে যোগাযোগ করা যায়নি। তবে তৃণাঙ্কুর ঘটনার কথা মানছেন। তিনি বলেন, ‘আমরা পূর্ব মেদিনীপুরে কর্মসূচি সেরে কলকাতা ফেরার পথে কোলাঘাটে চা খাচ্ছিলাম। ওই সময় সেখানে মুকুল রায় এসেছিলেন। উনি আমার পূর্ব পরিচিত। একই রাজনৈতিক দলের কর্মী ছিলাম। তাই বন্ধুত্বপূর্ণ আলোচনা হয়েছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement