শিয়ালদহ শাখায় সকাল থেকে লোকাল ট্রেনের যাত্রিসংখ্যা তুলনামূলক ভাবে কম থাকবে বলে মনে করছেন রেলকর্তারা। —ফাইল চিত্র।
দোলের দিন হাওড়া এবং শিয়ালদহ শাখায় একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। পাশাপাশি, শহরতলির নানা শাখায়ও বেশ কয়েকটি লোকাল ট্রেনের পরিষেবা বন্ধ থাকবে। শুক্রবার একটি বিজ্ঞপ্তি জারি করে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন পূর্ব রেল কর্তৃপক্ষ।
দোলযাত্রা উপলক্ষে ৭ মার্চ, মঙ্গলবার হাওড়া শাখায় রবিবারের সয়মসূচি অনুযায়ী লোকাল ট্রেন চলবে বলে রেল সূত্রে খবর। পাশাপাশি, ওই দিন শিয়ালদহ শাখায় সকাল থেকে লোকাল ট্রেনের যাত্রিসংখ্যা তুলনামূলক ভাবে কম থাকবে বলে মনে করছেন রেলকর্তারা। সে কারণে মোট ২৩৩টি লোকাল বাতিল করা হয়েছে বলে শুক্রবারের বিজ্ঞপ্তিতে জানিয়েছেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র।
২৩৩টির মধ্যে শিয়ালদহ মেন লাইনের ১০৫টি ট্রেনও রয়েছে। বনগাঁ, হাসনাবাদ এবং ডানকুনি লাইনে রয়েছে যথাক্রমে ৩৩,১৭ ও ১৬টি ট্রেন। শিয়ালদহ দক্ষিণ শাখায় ৬২টি লোকালের পরিষেবা বন্ধ রাখা হয়েছে।