এসএসকেএম হাসপাতাল চত্বরে বিধায়ক মানিক ভট্টাচার্য। — নিজস্ব চিত্র।
এসএসকেএম হাসপাতালে চিকিৎসা করাতে এলেন বিধায়ক মানিক ভট্টাচার্য। কিন্তু কেন এসেছেন জিজ্ঞাসা করতেই মেজাজ হারিয়ে পাল্টা প্রশ্নকর্তাকে ধমক দিলেন তিনি। বললেন, ‘‘আমার ইচ্ছে, আমি যেখানে খুশি যাব!’’
নিয়োগ মামলায় গ্রেফতার প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক এখন প্রেসিডেন্সি জেলের বন্দি। বুধবার দুপুরে সেখান থেকে তাঁকে নিয়ে আসা হয়েছিল এসএসকেএম হাসপাতালে। তবে ভিতরে ঢোকার আগে তাঁকে হাসপাতাল চত্বরে ঘিরে ধরেন সাংবাদিকেরা। মানিকের কাছে জানতে চাওয়া হয়, হঠাৎ এসএসকেএমে আসতে হল কেন? কী হয়েছে তাঁর? প্রশ্ন শুনেই বিরক্ত হতে দেখা যায় নাকাশিপাড়ার বিধায়ককে। প্রশ্নকর্তাকে বলেন, ‘‘চিকিৎসার জন্য এসেছি। চিকিৎসা করাতে দিন। আপনাদের জন্য আরও শরীর খারাপ আমার বেড়ে যাবে।’’ কথাগুলি বলার সময় ভ্রু কুঁচকে, আঙুল তুলে, হাত নেড়ে কথা বলছিলেন মানিক। দৃশ্যতই বিরক্ত দেখাচ্ছিল তাঁকে। তাতে যদিও প্রশ্নকর্তাদের নিরস্ত করা যায়নি।
মানিককে এর পরেও তাঁরা জিজ্ঞাসা করেন, কী অসুস্থতা তাঁর? কেন চিকিৎসা করাতে চান? শুনে মানিক কিছুটা তিরিক্ষি মেজাজেই বলেন, ‘‘আপনাদের কেন বলব?’’ এর পর ইংরেজিতে বলেন, ‘‘আপনারা চিকিৎসক নন, আমার সমস্যা বুঝতে পারবেন না।’’ তার পর একটু থেমে আবার বাংলায় বলেন, ‘‘আমি যেখানে খুশি যাব, সে ব্যাপারে আপনাদের বলতে বাধ্য নই।’’
কিন্তু ঠিক কী হয়েছিল মানিকের? এসএসকেএম সূত্রে খবর, বিধায়কের বুকে কোনওরকম সমস্যা হচ্ছিল। তাঁকে সংশ্লিষ্ট বিভাগে দেখানো হয়েছে। যদিও পরে মানিককে প্রশাসনিক বিভাগ থেকে বাইরে বেরোতে দেখা যায়। পরে অবশ্য আনন্দবাজার অনলাইনকে মানিক জানান, ‘‘হঠাৎ আবহাওয়ার বদলের জন্য বুকে সমস্যা হচ্ছিল তাঁর। তাই তিনি চিকিৎসকের কাছে এসেছেন।’’