খুনী ধরতে পুলিশকে সাহায্য, ভাটপাড়ায় ভরদুপুরে গুলি করে খুন যুবককে

খুনের ঘটনায় অপরাধীদের ধরতে পুলিশকে সাহায্য করার মাশুল। ভরদুপুরে প্রকাশ্য রাস্তায় গুলি করে খুন করা হল ২২ বছরের যুবককে। ভাটপাড়ার ১০ নম্বর গলির এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০১৬ ১৭:৩১
Share:

খুনের ঘটনায় অপরাধীদের ধরতে পুলিশকে সাহায্য করার মাশুল। ভরদুপুরে প্রকাশ্য রাস্তায় গুলি করে খুন করা হল ২২ বছরের যুবককে। ভাটপাড়ার ১০ নম্বর গলির এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

Advertisement

মৃত যুবক মহম্মদ শামিমের বাড়ি ভাটপাড়ারই ৫ নম্বর গলি এলাকায়। জগদ্দল থানা সূত্রের খবর, এ দিন ১০ নম্বর গলিতে গিয়ে তিনি আক্রান্ত হন। প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে পুলিশ জানতে পেরেছে, দুপুর পৌনে তিনটে নাগাদ হঠাৎ তিন দুষ্কৃতী শামিমের পথ আটকায়। সে কিছু বুঝে ওঠার আগেই পর পর দু’রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। একটি গুলি শামিমের হাতে লাগে। অন্যটি লাগে বুকে। ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে, চিকিৎসকরা শামিমকে মৃত বলে ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, কিছু দিন আগে জগদ্দল থানা এলাকায় হওয়া একটি খুনের ঘটনায় পুলিশকে অপরাধী খুঁজতে সাহায্য করেছিলেন শামিম। গোপন তথ্য দিয়েছিলেন পুলিশকে। তার জেরেই শামিমকে খুন হতে হয়েছে বলে পুলিশের প্রাথমিক অনুমান। দুষ্কৃতীদের খোঁজ এখনও মেলেনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement