মুকুল রায়ের ছেলে শুভ্রাংশুকে দেখতে হাসপাতালে মমতা

মঙ্গলবার সন্ধ্যায় নবান্ন থেকে হাসপাতালে যান মমতা। সূত্রের খবর, বিজেপিতে চলে যাওয়া মুকুল সেই সময়ে হাসপাতালেই ছিলেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৯ অগস্ট ২০১৮ ০৫:৫৮
Share:

হাসপাতাল থেকে বেরিয়ে

অসুস্থ তৃণমূল বিধায়ক ও মুকুল রায়ের ছেলে শুভ্রাংশুকে দেখতে হাসপাতালে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যকৃতের গুরুতর সমস্যা নিয়ে ই এম বাইপাসের একটি হাসপাতালে সোমবার রাত থেকে ভর্তি রয়েছেন শুভ্রাংশু।

Advertisement

মঙ্গলবার সন্ধ্যায় নবান্ন থেকে হাসপাতালে যান মমতা। সূত্রের খবর, বিজেপিতে চলে যাওয়া মুকুল সেই সময়ে হাসপাতালেই ছিলেন। কিন্তু মুখ্যমন্ত্রীর সামনে তিনি আসেননি। শুভ্রাংশুর স্ত্রীর সঙ্গে মমতা কথা বলেন। বিধায়কের চিকিৎসা বিষয়েও হাসপাতাল কর্তৃপক্ষের কাছে খোঁজ নেন।

পরে মমতা বলেন, ‘‘শুভ্রাংশু শুধু আমাদের দলের বিধায়কই নয়, আমার বহু দিনের চেনা। অল্প বয়সে এমন অসুস্থতার খবর পেয়ে উদ্বিগ্ন হয়ে হাসপাতালে গিয়েছিলাম। এটাই আমার সৌজন্য। আমাকে দেখে ও খুশি হয়েছে।’’ এ দিন দুপুরে যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ও শুভ্রাংশুকে দেখতে গিয়েছিলেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement