এইমস নিয়ে সরব

রাজ্যে এইমস তৈরি হচ্ছে বলে এক দিন আগেই সংসদে জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা। বহু জলঘোলার পরে কল্যাণীতে ওই হাসপাতাল তৈরির প্রক্রিয়া শুরু হলেও পাঁচিল গাঁথা ছাড়া কিছুই এগোয়নি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কল্যাণী শেষ আপডেট: ১৩ অগস্ট ২০১৬ ০৩:১৯
Share:

রাজ্যে এইমস তৈরি হচ্ছে বলে এক দিন আগেই সংসদে জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা। বহু জলঘোলার পরে কল্যাণীতে ওই হাসপাতাল তৈরির প্রক্রিয়া শুরু হলেও পাঁচিল গাঁথা ছাড়া কিছুই এগোয়নি। শুক্রবার কল্যাণীতে প্রশাসনিক বৈঠকে এ নিয়েই সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এ নিয়ে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগও তোলেন ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘‘কোথায় কাজ হচ্ছে? শুধু পাঁচিল দেওয়া ছাড়া তো কোনও কাজই হয়নি!’’ ইউপিএ আমলে পশ্চিমবঙ্গে এইমস তৈরি হওয়ার প্রস্তাব পাশ হয়। প্রথমে উত্তর দিনাজপুরের রায়গঞ্জে এইমস তৈরি হওয়ার কথা থাকলেও পরে কল্যাণীতে তা সরিয়ে আনার সিদ্ধান্ত নেয় তৃণমূল সরকার। সেইমতো কেন্দ্র কল্যাণীতেই কাজ শুরু করে। কিন্তু তার ধীরগতি নিয়ে কেন্দ্রের উপরে ক্ষুব্ধ মমতা। যদিও কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বক্তব্য, এ নিয়ে দিল্লিকে দোষারোপ ঠিক নয়। রাজ্যই জমি দিতে দেরি করেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement