পুজো কাটুক রাজনীতির বাইরে, আহ্বান মমতার

দেবীপক্ষ শুরু না হওয়ায় কোনও মণ্ডপের আনুষ্ঠানিক ‘উদ্বোধন’ করেননি মুখ্যমন্ত্রী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০১৯ ০১:৩০
Share:

—ফাইল চিত্র।

শারদ-সফরে বেরিয়ে পড়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

শুক্রবার মহালয়ার আগের সন্ধ্যায় উত্তর ও দক্ষিণ কলকাতার তিনটি মণ্ডপ ঘুরে দেখলেন তিনি। তবে দেবীপক্ষ শুরু না হওয়ায় কোনও মণ্ডপের আনুষ্ঠানিক ‘উদ্বোধন’ করেননি মুখ্যমন্ত্রী।

এক মণ্ডপ থেকে আর এক মণ্ডপে ঘুরতে ঘুরতেই মমতা পুজোর দিনগুলোয় রাজনীতির উর্ধ্বে থাকার আহ্বান জানান। তিনি বলেন, ‘‘এই ক’দিন রাজনীতিবর্জিত থাকুক। সকলের শুভ সংস্কৃতি, শুভ বুদ্ধি থাকুক।’’ শারদ-উৎসবে সামিল হওয়ার আহ্বান জানিয়ে মমতা বলেন, ‘‘এই সময়টা রাজনীতির নোংরা কুৎসা, অপপ্রচার, চক্রান্ত, ষড়যন্ত্র পছন্দ করি না। আমরা এই সময়টা রাজনীতি করি না।’’ কোনও বিরোধী রাজনৈতিক দলের নামোল্লেখ না করলেও মমতার কটাক্ষ, ‘‘কেউ কেউ কুৎসা, অপপ্রচার করে। সে তো বছরের বাকি সময়টা যতখুশি গালাগাল দিচ্ছই। কেউ তো বারণ করেনি।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement