Mamata Banerjee

জঙ্গলমহল সফরে মুখ্যমন্ত্রী

৬ অক্টোবর বিকাল ৪টা থেকে খড়গপুরে এবং ৭ অক্টোবর দুপুর ২টো থেকে মুখ্যমন্ত্রী ঝাড়গ্রামে প্রশাসনিক বৈঠকে উন্নয়ন প্রকল্পগুলির পর্যালোচনা করবেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০২০ ০৪:০৭
Share:

—ফাইল চিত্র।

পাহাড় থেকে ফিরেই জঙ্গলমহলে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নের খবর, আগামী ৬-৭ অক্টোবর মুখ্যমন্ত্রী পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার প্রশাসনিক বৈঠক করবেন। ৬ অক্টোবর বিকাল ৪টা থেকে খড়গপুরে এবং ৭ অক্টোবর দুপুর ২টো থেকে মুখ্যমন্ত্রী ঝাড়গ্রামে প্রশাসনিক বৈঠকে উন্নয়ন প্রকল্পগুলির পর্যালোচনা করবেন। জানা গিয়েছে, উত্তরবঙ্গের মতো এ বারও সমস্ত বিভাগের কর্তাদের বৈঠক স্থলে আসতে নিষেধ করা হয়েছে। সামান্য কয়েকজন অফিসার থাকবেন। অন্যান্যদের ভিডিয়ো লিঙ্কের মাধ্যমে উপস্থিত থাকতে হবে। কৃষি, পঞ্চায়েত, সেচ, ভূমি, স্বরাষ্ট্র এবং মুখ্যসচিব প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকবেন। কোভিড পরিস্থিতি এবং জঙ্গলমহলে মাওবাদীদের নতুন করে আনাগোনা শুরু হওয়ায় মুখ্যমন্ত্রীর সফরে অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা করছে প্রশাসন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement