প্রতীকী ছবি।
মোবাইল ফোনে ‘কল ড্রপ’ এক বড় কেলেঙ্কারি বলে অভিযোগ তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। একুশে জুলাইয়ের মঞ্চে তৃণমূল নেত্রী মমতা মন্তব্য করেন, ‘‘একবার মোবাইলে ফোন করতে গেলে ক’বার ফোন কেটে যায়, দেখেছেন? বারবার ফোন করতে হয়। কতবার কল ড্রপ হয়?’’
দেশের ১০০ কোটি মানুষকেই এই সমস্যা পোহাতে হয় বলে অভিযোগ করে মমতা বলেন, ‘‘১০০ কোটি লোকের উপর দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার কামিয়ে নিয়ে চলে যাচ্ছে। এটা কিন্তু খুব বড় দুর্নীতি।’’
এ ক্ষেত্রে কারও নাম নির্দিষ্ট করে না বললেও মমতার আক্রমণের নিশানা বিজেপির দিকে বলেই রাজনৈতিক শিবিরের ধারণা। মমতার তোলা দুর্নীতির অভিযোগ নস্যাৎ করে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের প্রতিক্রিয়া, ‘‘কল ড্রপ হলে মানুষের অসুবিধা হয় ঠিকই। এটা বন্ধ হওয়া দরকার।’’