আগামী বছরের পুজোর ছুটি ঘোষণা মমতার

এ দিন পোস্তায় জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে গিয়ে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, আগামী বছর ১৭ থেকে ৩১ অক্টোবর অবধি রাজ্য সরকারি দফতরে পুজোর ছুটি থাকবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ নভেম্বর ২০১৯ ০২:২৯
Share:
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।—ফাইল চিত্র।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।—ফাইল চিত্র।

কালীপুজো-ভাইফোঁটার ছুটি কাটিয়ে সরকারি অফিস খুলল বৃহস্পতিবার। আর এ দিনই আগামী বছরের দুর্গাপুজোর ছুটির নির্ঘণ্ট ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

এ দিন পোস্তায় জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে গিয়ে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, আগামী বছর ১৭ থেকে ৩১ অক্টোবর অবধি রাজ্য সরকারি দফতরে পুজোর ছুটি থাকবে। তাঁর কথায়, ‘‘মস্তিষ্কের বিশ্রামের জন্য ছুটি দরকার। ৩৬৫ দিন কাজ করতে হলে কয়েক দিনের ছুটি তো লাগেই। তবে মস্তিষ্কের বিশ্রামের জন্য আমি হয়তো একটু বেশিই ছুটি দিই।’’

এ দিন অফিস খোলার পরে মুখ্যমন্ত্রী সারা বছরের সরকারি ছুটির তালিকা তৈরি করেন। সেই সূত্রেই পুজোর ছুটির কথা জানান তিনি। এ বছর ২ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত দুর্গাপুজোর ছুটি দিয়েছিল সরকার। আগামী বছর পুজো অক্টোবরের শেষে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement