প্রথম ছ’দফার ভোটে গোলমালের জায়গায় কুইক রেসপন্স টিম (কিউআরটি)-এর দেরিতে পৌঁছনো নিয়ে বিস্তর অভিযোগ ছিল বিরোধীদের। সময়মতো বাহিনী না আসায় রিগিং-ছাপ্পা হয়েছে বলেও অভিযোগ তাদের। সে কথা মাথায় রেখে আজ, রবিবার শেষ দফার নির্বাচনে কিউআরটি-র উপর নজরদারি করবেন বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে স্বয়ং। কমিশনের আশ্বাস, আজকের ভোটে অশান্তি হলে ৫-৭ মিনিটের মধ্যেই কিউআরটি ঘটনাস্থলে পৌঁছে যাবে। সর্বাধিক ১৫ মিনিটের মধ্যে কিউআরটি-কে পৌঁছতে হবে। ন’টি কেন্দ্রে মোট ৪৬১টি কিউআরটি থাকবে। শুধু কলকাতা পুলিশ এলাকাতেই থাকবে ১৭৮টি কিউআরটি।
কী থাকবে অ্যাপে? কমিশন সূত্রের দাবি, গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস)-যুক্ত কিউআরটি গাড়িগুলি অ্যাপে নথিভুক্ত থাকবে। যিনি কিউআরটি-কে নেতৃত্ব দিচ্ছেন, তাঁর মোবাইল নম্বরও নথিবদ্ধ থাকবে সেখানে। তিনটি রঙের মাধ্যমে গাড়ির গতিবিধি চিহ্নিত করা যাবে। যেমন, নীল রং বোঝাবে কিউআরটি-র উপস্থিতি। কিউআরটি কোনও গন্তব্যে এগোতে থাকলে, অ্যাপে হলুদ রং তা দেখাবে। কোনও গোলমালের খবর পেলে (কমিশনের ভাষায় ‘এসওএস’) সংশ্লিষ্ট এলাকা লাল রঙে চিহ্নিত হবে। ফলে সামগ্রিক গতিবিধি অ্যাপের মাধ্যমেই দেখা সম্ভব হবে।
আজ, রবিবার ন’টি লোকসভা কেন্দ্রের সঙ্গে চারটি বিধানসভা উপনির্বাচন হবে। ভোটের নিরাপত্তায় মোট ৬৭৬ কোম্পানি থাকছে। কমিশনের একটি সূত্রের দাবি, শুক্রবার কেন্দ্রীয় বাহিনীর কমান্ডান্টদের সঙ্গে ভোটপ্রস্তুতির বৈঠক করেছিলেন বিবেক দুবে। তাঁর নির্দেশ, কোথাও কোনও গোলমাল হলে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে। প্রয়োজনে কঠোর পদক্ষেপ করতেও যাতে বাহিনী দ্বিধাগ্রস্ত না-থাকে, সেই বার্তা দিয়েছেন বিবেক।