Lok Sabha Election 2019

মোদীর সভার মাঠ নিয়ে প্রশ্ন

মথুরাপুরে এ দিনই প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর জোড়া কর্মসূচি হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৭ মে ২০১৯ ০২:২০
Share:

ছবি: পিটিআই।

প্রধানমন্ত্রীর সুরক্ষার ব্যবস্থা করতে মথুরাপুরে তাঁর সভায় আপত্তি করেছিল এসপিজি। বৃহস্পতিবার এই অভিযোগ তুলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘আমাদের প্রচার বন্ধ করে ওঁর বক্তৃতা প্রচারের চেষ্টা করা হয়েছিল। আমি সভা করে চলে এসেছি।’’

Advertisement

মথুরাপুরে এ দিনই প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর জোড়া কর্মসূচি হয়। পরে ডায়মন্ডহারবারে সভায় মমতা বলেন, ‘‘মথুরাপুরে আমার মিছিল ছিল শুক্রবার। বুধবার শুনলাম প্রচার বন্ধের সময়সীমা ২৪ ঘন্টা এগিয়ে এনেছে। বলেছিলাম, ম্যাটাডোরে দাঁড়িয়ে করতে হলেও সভা করব। ঘুঘু দেখেছে, ফাঁদ দেখেনি।’’ মথুরাপুরে যে মাঠে প্রধানমন্ত্রী এ দিন সভা করেন, সেই মাঠ নিয়েও প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘‘ওই মাঠের মালিক তো একটি মাইক্রো ফিনান্স সংস্থা চালান। বেআইনি ভাবে টাকা তোলা হচ্ছে। চিটফান্ড। লোকাল পুলিশকে দিচ্ছি। দেখবে।’’ সভামঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী জানান, তদন্ত হবে।

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement