Lok Sabha Election 2019

মমতার পদযাত্রা ঘিরে তীব্র যানজট বিটি রোডে

শুক্রবার বিকেলে কামারহাটির রথতলা থেকে নিমতা থানা পর্যন্ত পদযাত্রা করেন মুখ্যমন্ত্রী। তাঁর সেই কর্মসূচির জন্য দুপুরেই আগরপাড়া তেঁতুলতলা মোড় থেকে বিটি রোডের দিকে গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১১ মে ২০১৯ ০১:৫৯
Share:

পায়ে পায়ে: রথতলা থেকে নিমতা থানা পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রা। শুক্রবার। ছবি: সুমন বল্লভ।

একে তো বৈশাখী দহন। তার উপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রা এবং রোড শো-কে কেন্দ্র করে তীব্র যানজটে ফেঁসে গেল বিটি রোড এবং তার আশপাশের বিভিন্ন রাস্তা। নাকাল হলেন মানুষজন।

Advertisement

শুক্রবার বিকেলে কামারহাটির রথতলা থেকে নিমতা থানা পর্যন্ত পদযাত্রা করেন মুখ্যমন্ত্রী। তাঁর সেই কর্মসূচির জন্য দুপুরেই আগরপাড়া তেঁতুলতলা মোড় থেকে বিটি রোডের দিকে গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়। ডানলপমুখী যানবাহন ঘুরিয়ে দেওয়া হয় নীলগঞ্জ রোড দিয়ে। কিন্তু বিটি রোড বন্ধ থাকায় সেই রাস্তাতেও কিছুটা যাওয়ার পরে আটকে যায় যানবাহন। নীলগঞ্জ রোডে গাড়ির লম্বা লাইন লেগে যায়। বেলঘরিয়া স্টেশন পার করে নিমতার দিকে যাওয়ার এম বি রোডেও একই অবস্থা।

সব জায়গাতেই বড় রাস্তা থেকে গলি আটকে দেওয়া হয়েছিল মোটা দড়ি ও ব্যারিকেড দিয়ে। সন্ধ্যা পর্যন্ত বেলঘরিয়া, কামারহাটি, ডানলপ এলাকা যানজটে হাঁসফাঁস করতে থাকে। আটকে যায় অ্যাম্বুল্যান্সও। যানবাহন থেকে নেমে অনেকেই বিটি রোডে বেশ খানিকটা হেঁটে যেতে বাধ্য হন। মুখ্যমন্ত্রীর মতো ভিআইপি-র নিরাপত্তার জন্যই রাস্তা আটকানো হয়েছিল বলে জানান ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের কর্তারা।

Advertisement

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement