Lok Sabha Election 2019

প্রচারের শেষ লগ্নে মমতার দীর্ঘ মিছিল

সাধারণত প্রচারের শেষ লগ্নে মমতা বরাবরই পদযাত্রা করেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৭ মে ২০১৯ ০৩:৪১
Share:

ছবি: পিটিআই।

বিকেল চারটে থেকে রাত ন’টা। পথের জনস্রোতের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

প্রথমে জোকা থেকে তারাতলা, যাদবপুর থেকে গড়িয়াহাট, আর একেবারে শেষ দফায় বালিগঞ্জ ফাঁড়ি থেকে গোপালনগরের সুদীর্ঘ পদযাত্রায় রাস্তায় শুধুই কাতারে কাতারে মানুষ। লোকসভা ভোটের শেষ প্রহরের অন্তিম প্রচারে বৃহস্পতিবার দিন গড়িয়ে রাতেও জনস্রোতের সঙ্গেই থাকলেন তৃণমূল নেত্রী। ।

সাধারণত প্রচারের শেষ লগ্নে মমতা বরাবরই পদযাত্রা করেন। নির্বাচন কমিশনের নয়া নির্দেশে এ দিন রাত ১০টা পর্যন্ত পশ্চিমবঙ্গে প্রচারের শেষ সময় বেঁধে দেওয়া হয়েছিল। শেষ লগ্নে তাই দু’দিনের কর্মসূচিকে একদিনে আনতে ডায়মন্ড হারবার, মথুরাপুরে সভার পাশাপাশি ডায়মন্ড হারবার, যাদবপুর এবং কলকাতা দক্ষিণ— এই তিন কেন্দ্র ছুঁয়ে মিছিল করতে হয়েছে তৃণমূল নেত্রীকে। মিছিল যতই এগিয়েছে রাস্তার দু’পাশে অপেক্ষমান মানুষের ভিড় তত বেড়েছে।

Advertisement

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

সেই ভিড়ের অনেকটাই পরে মিশে গিয়েছে মিছিলে। সেখানে সব বয়সের উৎসাহী ভিড়। মহিলা, বয়স্কদের সংখ্যাও ছিল নজরে পড়ার মতো। নিরাপত্তা বলয় ভেঙে মুখ্যমন্ত্রীর সামনে বারবার এসে পড়েছেন কিশোরী, প্রৌঢ়, মধ্যবয়সী। সেই সঙ্গে শাঁখ, উলু।

হাঁটতে হাঁটতেই রাত ন’টায় কালীঘাটে নিজের বাড়িতে ঢুকলেন তৃণমূল নেত্রী। স্লোগান উঠল, ‘১৯ মে আসছে দিন, বিজেপিকে হারিয়ে দিন’।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement