বিজেপি-র বন্ধু খুঁজতে সাগরপারে লকেট

গ্রাম-গ্রামান্তরে ঘুরছেন বহু দিন ধরে। কলকাতায় জলবন্দি মানুষের দুর্দশা দেখতে কোমর জলেও নেমেছেন। বঙ্গ জয়ের উদ্যোগে এ বার সাগরপারেও পা বাড়ালেন বিজেপি নেত্রী তথা অভিনেত্রী লকেট চট্টোপাধ্যায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৭ অগস্ট ২০১৫ ০৩:০২
Share:

সিলিকন ভ্যালিতে বিজেপির কর্মী-সমর্থকদের সঙ্গে লকেট চট্টোপাধ্যায়।—নিজস্ব চিত্র।

গ্রাম-গ্রামান্তরে ঘুরছেন বহু দিন ধরে। কলকাতায় জলবন্দি মানুষের দুর্দশা দেখতে কোমর জলেও নেমেছেন। বঙ্গ জয়ের উদ্যোগে এ বার সাগরপারেও পা বাড়ালেন বিজেপি নেত্রী তথা অভিনেত্রী লকেট চট্টোপাধ্যায়। লোকসভা নির্বাচনে এ রাজ্যে প্রায় ১৭ শতাংশ ভোট পাওয়ার পর থেকেই বিজেপি ঘোষণা করে আসছে, তাদের পরবর্তী নিশানা ২০১৬ সালের বিধানসভা ভোট। ওই ভোটে অনাবাসী বাঙালিদের সাহায্য ও সমর্থন জোগাড়ে স্বাধীনতা দিবসের আগের দিন শুক্রবার আমেরিকার সিলিকন ভ্যালির বিজেপি কর্মী-সমর্থকদের সঙ্গে বৈঠক করেন লকেট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মার্কিন সফরে গিয়ে আগামী ২৭ সেপ্টেম্বর সিলিকন ভ্যালিতে যাবেন। তাঁর ওই সফরের আয়োজক কমিটির কো-চেয়ারম্যান চন্দ্রু ভাম্ভরা, ‘বাংলার সাগরপারের বন্ধু’ সংগঠনের সভাপতি যুধাজিৎ সেন মজুমদার প্রমুখ ওই বৈঠকে ছিলেন। তাঁদের উৎসাহ এবং সমর্থন দেখে লকেট অভিভূত। তাঁর আশা, ওই অনাবাসী বিজেপি সমর্থকদের কাছ থেকে এ রাজ্যে দল বহুবিধ সহযোগিতা পাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement