Kanchanjunga Express Accident

৩টে ১৬ মিনিটে শিয়ালদহে এল কাঞ্চনজঙ্ঘার অক্ষত অংশ, মন্ত্রী ফিরহাদের সঙ্গে ছিলেন রেল আধিকারিকেরা

রেলের দেওয়া সময়ের ২০ মিনিট আগেই শিয়ালদহে ঢুকে যায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। রাত ৩টে ১৬ মিনিটে ট্রেনটি শিয়ালদহে পৌঁছয়। স্টেশন যাত্রীদের জন্য অপেক্ষা করছিলেন ফিরহাদ হাকিম।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৮ জুন ২০২৪ ০১:২৮
Share:

দুর্ঘটনাগ্রস্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে আগত যাত্রীদের সঙ্গে কথা বলছেন মেয়র ফিরহাদ হাকিম। —নিজস্ব চিত্র।

শুধু মূল বিষয়গুলি
শেষ আপডেট: ১৮ জুন ২০২৪ ০৫:২১ key status

শিয়ালদহে পৌঁছল ট্রেন

বিভীষিকাময় যাত্রার সমাপ্তি। রেলের দেওয়া সময়ের ২০ মিনিট আগেই শিয়ালদহে ঢুকে যায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। রাত ৩টে ১৬ মিনিটে ট্রেনটি শিয়ালদহে পৌঁছয় । স্টেশন যাত্রীদের জন্য অপেক্ষা করছিলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী এবং কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। সঙ্গে ছিলেন শিয়ালদহের ডিআরএম (ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার) দীপক নিগম এবং রেলের অন্যান্য আধিকারিকও। যাত্রীরা ট্রেন থেকে নামার পর তাঁদের সঙ্গে কথা বলেন ফিরহাদ। যাত্রীদের সঙ্গে কথা বলেন রেল আধিকারিকেরাও। কোনও যাত্রীর শারীরিক কোনও সমস্যা হচ্ছে কি না সে বিষয়েও খোঁজ নেন তারা। শিয়ালদহে পৌঁছনোর পর যাত্রীদের হাতে তুলে দেওয়া হয় খাবার এবং জলের বোতল।

শেষ আপডেট: ১৮ জুন ২০২৪ ০১:২৮ key status

কখন শিয়ালদহে পৌঁছবে?

রেলের অ্যাপ অনুযায়ী সোমবার গভীর রাত ৩টে ৩৬ মিনিটে ট্রেনটি শিয়ালদহে ঢুকবে। রাত ১টা ২৪ মিনিট নাগাদ ট্রেনটি বর্ধমান স্টেশনে ঢুকেছে।

Advertisement
শেষ আপডেট: ১৮ জুন ২০২৪ ০১:২৬ key status

মালদহে যাত্রীদের হাতে খাবার তুলে দিল রেল

মালদহে যাত্রীদের হাতে খাবার এবং জলের বোতল তুলে দিল রেল।  সেখানে কিছু ক্ষণ দাঁড়ানোর পর শিয়ালদহের দিকে রওনা  দিয়েছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস।

শেষ আপডেট: ১৮ জুন ২০২৪ ০১:২২ key status

শিয়ালদহের দিকে রওনা ট্রেনের অক্ষত অংশের

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, দুপুর ১টা ৩০ মিনিট নাগাদ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের অক্ষত অংশ যাত্রীদের নিয়ে মালদহের দিকে রওনা দিয়েছে।

Advertising
Advertising
শেষ আপডেট: ১৮ জুন ২০২৪ ০১:২১ key status

ক্ষতিপূরণ ঘোষণা

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনায় ক্ষতিপূরণ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যাঁদের মৃত্যু হয়েছে, তাঁদের পরিবারকে দু’লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছে তাঁর দফতর। এর পাশাপাশি, ক্ষতিপূরণ ঘোষণা করেছে রেলও।  রেলমন্ত্রী এক্স হ্যান্ডলে জানিয়েছেন, মৃতের পরিবারকে ১০ লক্ষ টাকা করে দেওয়া হবে। যাঁরা গুরুতর আহত, তাঁরা আড়াই লক্ষ টাকা এবং যাঁরা কম আহত, তাঁরা ৫০ হাজার টাকা করে পাবেন।

শেষ আপডেট: ১৮ জুন ২০২৪ ০১:১৮ key status

দুর্ঘটনার কবলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস

সোমবার সকালে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে শিয়ালদহের দিকে রওনা দিয়েছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। ফাঁসিদেওয়ার রাঙাপানি স্টেশনের কাছে সকাল ৮টা ৫০ মিনিট নাগাদ আচমকা ওই ট্রেনে পিছন দিক থেকে একটি মালগাড়ি এসে ধাক্কা মারে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের চারটি কামরা লাইনচ্যুত হয়েছে। তার মধ্যে অন্তত দু’টি কামরা মালবাহী। এখনও পর্যন্ত নয় জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত ৪১। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement