শ্যামবাজারে জমায়েত। ছবি: সুদীপ্তা চৌধুরী সরকার।
রবিবার সন্ধ্যা থেকে যে মানববন্ধন কর্মসূচি শুরু হয়েছিল, তা রাতে মিশে গেল রাতদখল কর্মসূচির সঙ্গে। সোদপুর থেকে শ্যামবাজার পর্যন্ত রাস্তার ধারে হাজার হাজার মানুষ হাতে হাত রেখে মানববন্ধনে শামিল হয়েছিলেন। রাত ১১টা থেকে রাতদখল কর্মসূচির ডাক দিয়েছিলেন মহিলারা। মানববন্ধন শেষে অনেকে ফিরে গিয়েছেন, অনেকে আবার সেই কর্মসূচিতে যোগ দিয়েছেন।
মানুষের জমায়েতে একাকার হয়ে গিয়েছে শ্যামবাজার পাঁচ মাথা এলাকা। বহু মানুষ শ্যামবাজারে জড়ো হয়েছেন। নিজেদের মতো করে প্রতিবাদ জানাচ্ছেন। কেউ জাতীয় পতাকা হাতে স্লোগান দিচ্ছেন, কেউ রাস্তায় প্রদীপ জ্বালছেন।
শ্যামবাজারে প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ। ছবি: ভাস্কর মান্না।
সোদপুর থেকে শ্যামবাজার পর্যন্ত মানববন্ধন আপাতত শেষ হয়েছে। বিভিন্ন দিক থেকে রাস্তায় জমায়েত করছেন মানুষ।
শ্যামবাজারে জমায়েত। ছবি: ভাস্কর মান্না।
সিঁথির মোড়ে অবরোধের কারণে যানজট তৈরি হয়েছে। যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। অলিগলি দিয়ে গাড়ি ঘুরিয়ে দেওয়া হচ্ছে।
সিঁথির মোড়ে অবরোধ। —নিজস্ব চিত্র।
শ্যামবাজারে সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদক মিনাক্ষী মুখোপাধ্যায় পৌঁছেছেন।
শ্যামবাজারে মিনাক্ষী মুখোপাধ্যায়। ছবি: প্রিয়ঙ্কর দে।
শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে মানববন্ধনে শামিল হয়েছেন সাধারণ মানুষ। সব বয়সের মানুষ রয়েছেন তাতে।
রথতলা মোড়ে অবরোধ। ছবি: অভিরূপ দত্ত।
রথতলার মোড়েও রাস্তা অবরোধ করা হয়েছে। দাঁড়িয়ে গিয়েছে সারে সারে গাড়ি।
রথতলা মোড়ে অবরোধ। ছবি: অভিরূপ দত্ত।
আরজি কর হাসপাতালের সামনে ব্যারিকেড করে রেখেছে পুলিশ। কড়াকড়ি করা হচ্ছে।
আরজি কর হাসপাতালের সামনে পুলিশি তৎপরতা। ছবি: দৃপ্ত দাস।
রাস্তা আটকে বিক্ষোভ দেখানো হচ্ছে সিঁথির মোড় এলাকায়। মানববন্ধন উঠে এসেছে রাস্তার মাঝে। আরজি করের বিচার চাইছেন মানুষ। বিটি রোড অবরুদ্ধ। পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে পুলিশ।
সিঁথির মোড়ে বিটি রোড অবরোধ। ছবি: ভাস্কর মান্না।
রবিবার সন্ধ্যায় আরজি করের ঘটনার প্রতিবাদে সপরিবার পথে নেমেছেন মানুষ।
রথতলায় মানববন্ধন। ছবি: অভিরূপ দত্ত।
রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সামনে মানববন্ধন থেকে মোবাইলের আলো জ্বেলে প্রতিবাদের বার্তা দিচ্ছেন সাধারণ মানুষ।
রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সামনে মানববন্ধন। ছবি: ঋষা ভট্টাচার্য।
রথতলায় মানববন্ধনে শামিল সাধারণ মানুষ।
রথতলায় মানববন্ধন। ছবি: অভিরূপ দত্ত।
মহিলারাও পথে নেমেছেন। আরজি কর-কাণ্ডের বিচার চাইতে মানববন্ধনে হাত মেলাচ্ছেন মহিলারাও।
সোদপুর ট্র্যাফিক মোড়ে মানববন্ধন। ছবি: শোভন চক্রবর্তী।
সোদপুর থেকে ক্রমে দীর্ঘ হচ্ছে মানববন্ধন। শ্যামবাজার পর্যন্ত বহু মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে রাস্তার ধারে দাঁড়াচ্ছেন।
বিটি রোডের ধারে মানববন্ধন। ছবি: ভাস্কর মান্না।
বয়স্ক নাগরিকেরাও সোদপুর থেকে শ্যামবাজার পর্যন্ত মানববন্ধনে শামিল হয়েছেন।
সিঁথি এলাকায় মানববন্ধনে শামিল এক বৃদ্ধা। ছবি: ভাস্কর মান্না।
রবিবারের মানববন্ধনে শামিল হয়েছেন সব স্তরের সব বয়সের মানুষ।
মানববন্ধনে তরুণ প্রজন্ম। ছবি: ভাস্কর মান্না।
বিটি রোড ধরে রাস্তার এক পাশে লাইন করে দাঁড়িয়েছেন মানুষ। প্রত্যেকের দাবি একটাই— আরজি করের বিচার চাই।
সিঁথির মোড়ে মানববন্ধন। ছবি: ঋষা ভট্টাচার্য।
সোদপুর থেকে শ্যামবাজার পর্যন্ত দীর্ঘ ১৫ কিলোমিটার পথ জুড়ে হাতে হাত ধরে দাঁড়াতে শুরু করেছেন সাধারণ মানুষ।
সোদপুর থেকে শ্যামবাজার পর্যন্ত মানববন্ধনে শামিল মানুষ। ছবি: ভাস্কর মান্না।