Amit Shah

আমপানের টাকা নিয়ে দুর্নীতি করেছে তৃণমূল, মেদিনীপুরে তোপ অমিতের

অমিত শাহ মমতার উদ্দেশে বলেন, আমপানের টাকা দিয়েছে কেন্দ্র, কিন্তু সেই টাকা গরিব মানুষ পাননি, আপনার লোকেরা সেই টাকা লুটে নিয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০২০ ১৩:২৫
Share:

শুভেন্দু অধিকারীর হাতে বিজেপির পতাকা তুলে দিলেন অমিত শাহ। —নিজস্ব চিত্র

শুভেন্দুকে দলে টেনে মেদিনীপুরের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ করলেন অমিত শাহ। তৃণমূল দলকে তোলাবাজির দল আখ্যা দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‘এক সময় তৃণমূলের কর্মীরা মা মাটি মানুষ স্লোগান দিয়ে তৃণমূলে এসেছিলেন। কিন্তু দিদি, আপনি সেই স্লোগানকে তোলাবাজির স্লোগান, ভাইপোবাদের স্লোগান, স্বজনপোষণের স্লোগানে পরিণত করেছেন।’’

Advertisement

তৃণমূল নেত্রীকে নিশানা করে অমিত বলেন, ‘‘আজ রাজ্যের প্রাক্তন মন্ত্রী, প্রাক্তন সাংসদ-সহ এক ঝাঁক বিধায়ক ও নেতা বিজেপিতে যোগ দিয়েছেন। দিদি, ভোট আসতে আসতে তৃণমূলে আপনি শুধু একা থাকবেন।’’

তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন অমিত। তিনি বলেন, ‘‘আমপানের ত্রাণের টাকা দিয়েছে কেন্দ্র। কিন্তু সেই টাকা গরিব মানুষ পাননি। দিদি, আপনার দলের লোকেরা খেয়ে নিয়েছেন। শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট তদন্তের নির্দেশ দিয়েছে। আপনার কাছে এর চেয়ে লজ্জার আর কিছু হতে পারে?

Advertisement

অন্য দিকে অমিতের আগে সভায় শুভেন্দু বলেন, তিনি বিজেপি-র কর্মী হিসেবে তিনি কাজ করবেন। দল যে নির্দেশ দেবেন, সেটাই তিনি করবেন। পতাকা লাগাতে বললে লাগাবেন, দেওয়াল লিখতে বললে লিখবেন। এই সভা থেকেই শুভেন্দু স্লোগান তোলেন, ‘‘তোলাবাজ ভাইপো হঠাও।’’

অমিত শাহের বক্তব্য:

• এবার আমাদের ৫ বছর সুযোগ দিন, বাংলাকে সোনার বাংলা করব

• কমিউনিস্টকে ৩৪ বছর দিয়েছেন, মমতাকে ১০ বছর সময় দিয়েছেন

• ূবাংলার মানুষকে আহ্বান করতে চাই, তিন দশক কংগ্রেসকে সুযোগ দিয়েছেন

• আজ কমিউনিস্ট পার্টি, কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস থেকে যাঁরা বিজেপিতে যোগ দিয়েছেন, শুভেন্দু-সহ অন্যান্য নেতারা সবাইকে আমি বিজেপিতে স্বাগত জানাই

• আপনাকে সরিয়ে দেওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন বাংলার মানুষ

• কত মানুষকে মারবেন, পুরো বাংলা আপনার বিরুদ্ধে খাড়া হয়েছে

• আমাদের বহু কর্মীকে খুন করেছেন আপনি

• দিদি, আপনি কী মনে করেন? এই হামলা করে আপনি জনপ্রিয়তা পাবেন?

• তার গাঁড়িতে পাথর ছুড়ে হামলা করা হয়েছে

• আমাদের পার্টির নেতা জে পি নড্ডা রাজ্যে এসেছিলেন

• আপনার পার্টির লোকজন খেয়ে নিয়েছে

• আমপানের টাকা দিয়েছে কেন্দ্র, কিন্তু সেই টাকা গরিব মানুষ পাননি

• আপনাদের কাছে আমার প্রশ্ন, এই সুবিধা কি আপনাদের পাওয়া উচিত নয়?

• কেন্দ্রের কৃষকদের জন্য় প্রকল্প এ রাজ্যে লাগু করেননি কেন?

• কোনও পার্টির স্লোগান খারাপ নয়, কিন্তু আপনি এই স্লোগানকে তোলাবাজি, স্বজনপোষণের স্লোগান বানিয়ে ফেলেছেন

• এই সব লোক যাঁরা বিজেপিতে আসছেন, তাঁরা মা মাটি মানুষ স্লোগান দিয়ে এসেছেন

• মমতাজিকে প্রশ্ন করব, আপনি যখন দল গঠন করেছিলেন, তখন সেটা দলবদল ছিল না

• আজ রাজ্যের প্রাক্তন মন্ত্রী, প্রাক্তন সাংসদ, এক ঝাঁক বিধায়ক বিজেপিতে যোগ দিয়েছেন

• ১৮ বছরের যুবক, গীতা হাতে নিয়ে, ফাঁসিকাঠে চড়েছিলেন

• এই মাটিতেই জন্মগ্রহণ করেছিলেন ক্ষুদিরাম বসু

• এখানেই জন্মগ্রহণ করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

• এই মহান ভূমিকে প্রথমেই প্রণাম করব

মেদিনীপুরে পৌঁছনের পর যান হবিবপুরে ক্ষুদিরাম বসুর মাসির বাড়ি। সেখানে ক্ষুদিরামের মূর্তিতে মাল্যদান করে কথা বলেন তাঁর নিকটাত্মীয়দের সঙ্গে। ক্ষুদিরামের বাড়ির কাছেই সিদ্ধেশ্বরী মন্দিরে পুজো দেন অমিত। এর পর কর্ণগড় মহামায়া মন্দিরে পুজো দেন তিনি। তার পর যান বালিজুড়িতে স্থানীয় বিজেপি কর্মীর বাড়িতে।

(অমিত শাহের বক্তব্যের লাইভ আপডেট পেতে এই পাতায় নজর রাখুন। কিছুক্ষণ পর পর পাতাটি রিফ্রেশ করুন।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement