আরামবাগের সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপি-সিপিএম-কংগ্রেসকে এক সারিতে বসিয়ে আক্রমণ অভিষেকের। তৃণমূল সাংসদ বলেন, ‘‘সিপিএমের হার্মাদরা বিজেপির জল্লাদ হয়েছে। সিপিএমের মতো এখানে সন্ত্রাস ফিরিয়ে আনতে দেব না।’’
বৃহস্পতিবার ডায়মন্ড হারবারে যাওয়ার সময় জে পি নড্ডার কনভয়ে ব্যাপক হামলা চালানো হয়। একের পর এক গাড়িতে ইট-পাটকেল ছোড়া হয়। একাধিক গাড়ির কাচ ভেঙে যায়। অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। এ প্রসঙ্গে অভিষেক বলেন, ‘‘নড্ডার কনভয়ে হামলা সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ।’’
অভিষেকের বক্তব্য:
• জে পি নড্ডার কনভয়ে হামলা মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ
• এ বার ভোটে তৃণমূলের আসন ২২৫ পার হয়ে যাবে
• বিজেপি কুৎসা করতে সারদা-নারদা নিয়ে এল, তাতে কী করতে পেরেছে?
• মমতা বন্দ্যোপাধ্যায়কে সরানো অত সহজ নয়
• তৃণমূল কংগ্রেস মমতার ছবি আর ১০ কোটি মানুষের সমর্থন নিয়ে ক্ষমতায় এসেছে
• যে নেতার খুশি দিল্লি থেকে আসুন, আমরা কী করেছি, আর কেন্দ্র কী করেছে, তা নিয়ে বিতর্ক হোক
• আমাদের রিপোর্ট কার্ড আমাদের হাতে, কাল থেকে আপনাদের বাড়ি বাড়ি পৌঁছে যাবে
• বিজেপির যাঁরা এসে ভুল বোঝাতে চাইছেন, তাঁদের কাছে রিপোর্ট কার্ড চাইবেন না আপনারা?
• এরা চায় মমতাকে রাজ্যে ক্ষমতা থেকে সরাতে চায়, যেটা দিলীপ ঘোষ বা অধীর চৌধুরী ৭ বার জন্ম নিলেও পারবেন না
• সিপিএম-বিজেপি-কংগ্রেস এক হয়েছে, এদের সম্পর্কে যত কম বলা যায়, ততই ভাল
• মমতার জীবনে কোনও পরিবর্তন নেই, হাওয়াই চটি পরে সারা বাংলা ঘুরে বেড়ান মমতা বন্দ্যোপাধ্যায়
• বহিরাগতদের কড়ায়-গন্ডায় জবাব দিতে পারি আমরা
• বিজেপির কোন নেতাকে লকডাউনের সময় মানুষের পাশে দাঁড়াতে দেখেছেন
• লকডাউনের সময় মানুষের খোঁজ নেননি আপনারা
• এই আরামবাগে, এই হুগলিতে সন্ত্রাস ফিরিয়ে আনতে দেব না
• আপনারা বলুন, যাঁরা বিদ্যাসাগরের মূর্তি ভাঙে, তাঁদের ক্ষমা করা উচিত?
• লড়াই হলে পরিসংখ্যানের লড়াই হোক
• হিম্মত থাকলে মোদী সরকার ৭ বছরের রিপোর্ট কার্ড দেখান
• আমি আপনাদের প্রশ্ন করব, যে দল বলে এই বাংলার জন্য বাঙালির কোনও অবদান নেই, তাঁরা কী হতে পারে
• বাংলাকে পদে পদে বঞ্চিত, শোষিত করে রেখেছে কেন্দ্র
• এই রাজনীতিতে মানুষ বিশ্বাস করে না
• বিজেপির নেতারা ধর্মের নামে রাজনীতি করেন
• মানুষ ধরে ফেলেছে, বিজেপির রাজনীতি
• কোনও সরকার রিপোর্ট কার্ড দেখাতে পারেনি
• মমতা বন্দ্যোপাধ্যায়ের আবার মুখ্যমন্ত্রী হয়ে ফিরে আসা শুধু সময়ের অপেক্ষা
• সিপিএম-এর হার্মাদরা বিজেপির জল্লাদ হয়েছেন
• আমাদের নেতারা করোনার মধ্যেও মানুষের জন্য কাজ করেছেন