শনিবার রাজ্যের বিভিন্ন জেলাতেই বিক্ষিপ্ত ভাবে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। —ফাইল চিত্র।
ভোটের উত্তাপ যেমনই থাকুক, এ বারের পঞ্চায়েত ভোটে রোদের মেজাজ তেমন গরম থাকবে না। আবহবিদেরা জানিয়েছেন, বর্তমানে বর্ষাকাল চলছে। তাই আজ, শনিবার বাতাসে জলীয় বাষ্পের বাড়বাড়ন্তের ফলে বহু জেলাতেই আকাশ মেঘলা থাকবে। তার ফলে তীব্র রোদের জ্বলুনির আশঙ্কা নেই বললেই চলে। দিনের তাপমাত্রাও তেমন মাথাচাড়া দিতে পারবে না। তবে বৃষ্টি না-হলে কোনও কোনও এলাকায় আর্দ্রতাজনিত ভ্যাপসা গরমের ফলে ঘামের অস্বস্তি মিলতে পারে।
আবহবিদেরা জানান, আজ, শনিবার রাজ্যের বিভিন্ন জেলাতেই বিক্ষিপ্ত ভাবে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। আলিপুর হাওয়া অফিসের খবর, উত্তরবঙ্গের দুই জেলা, আলিপুরদুয়ার এবং কোচবিহারের দু-এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে।
সাধারণত, রাজ্যে ভোট গরমকালেই হয়। এ বার অবশ্য বিবিধ কারণে ভোটের ঘোষণায় দেরি হয়েছে। তাই গ্রীষ্ম পেরিয়ে বর্ষায় ভোট হচ্ছে। তার ফলে রাজনৈতিক উত্তাপের সঙ্গে প্রকৃতির উত্তাপের যুগলবন্দি চোখে পড়ছে না। প্রসঙ্গত, এ বার রাজ্যে কার্যত রেকর্ড গরম পড়েছিল। দফায়-দফায় তাপপ্রবাহের কবলে পড়েছে বিভিন্ন জেলা। জুন মাস পর্যন্ত তাপপ্রবাহে পুড়েছে পশ্চিমাঞ্চলের একাধিক জেলা। সেই পরিস্থিতিতে ভোট ঘোষণা হলে ভোটারদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে গিয়ে কী অবস্থা হত তা ভেবে এখনও শিউরে উঠছেন অনেকে।