দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। —ফাইল চিত্র।
কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অন্তত ১০টি জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ক্যালেন্ডার বলছে, পৌষ মাস শুরু হয়ে গিয়েছে। কিন্তু পৌষের শুরুতেই শীতে ভাটা পড়েছে। নতুন করে বৃষ্টির মেঘ ঘনিয়েছে শহরের আকাশে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী দু’দিন হালকা বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায়। সঙ্গে সকালের দিকে প্রায় সব জেলাতেই ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। দিন চারেক পরেই বড়দিন। ২৫ ডিসেম্বরেও কি কলকাতার আকাশে বৃষ্টির মেঘ ঘোরাফেরা করবে? বড়দিনে চেনা শীতের আমেজ কি পাওয়া যাবে না? যাবতীয় প্রশ্নের উত্তর দিয়েছে হাওয়া অফিস।
আলিপুর জানিয়েছে, আপাতত শুক্রবার এবং শনিবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হতে পারে। শনিবার সামান্য ভিজতে পারে পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানও। কলকাতা-সহ বাকি জেলাগুলিতে শনিবার বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। বড়দিন, অর্থাৎ আগামী বুধবার এখনও পর্যন্ত বৃষ্টির কোনও সম্ভাবনার কথা জানানো হয়নি।
হাওয়া অফিস জানিয়েছে, আগামী চার দিনে কলকাতা বা আশপাশের তাপমাত্রায় খুব একটা হেরফের হবে না। তবে তার পর থেকে আবার দুই থেকে তিন ডিগ্রি কমবে তাপমাত্রা। বড়দিনে পারদ কিছুটা নামতে পারে বলে আশাবাদী আবহবিদেরা।
শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৯ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ০.৮ ডিগ্রি বেশি। দক্ষিণবঙ্গের বেশির ভাগ জায়গাতেই শুক্রবার তাপমাত্রা ১৩ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ছিল। পুরুলিয়ায় কেবল তাপমাত্রা নেমে গিয়েছিল ৯.১ ডিগ্রিতে। এ ছাড়া, দার্জিলিঙে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৫ ডিগ্রি সেলসিয়াস। শনিবার দার্জিলিং এবং কালিম্পঙে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে উত্তরের জেলাগুলিতেও।