পূর্ণাঙ্গ ইস্তাহার নয়। পঞ্চায়েতে গণতন্ত্র ফেরানোর ডাক দিয়ে এ বার সংক্ষিপ্ত ‘আবেদন’ প্রকাশ করল বামফ্রন্ট। সেখানে শাসক দলের সন্ত্রাস ও দুর্নীতির অভিযোগ তুলে তার হাত থেকে পঞ্চায়েত ব্যবস্থাকে মুক্ত করার আহ্বান জানানো হয়েছে। সেই সঙ্গেই যেখানে বাম ও সহযোগী দলগুলির প্রার্থী নেই, সেখানে তৃণমূল-বিজেপির বিরুদ্ধে ‘রাজনৈতিক সংগ্রামে সঙ্কল্পবদ্ধ’ প্রার্থীদের ভোট দেওয়ার আবেদন জানিয়েছে বামেরা। বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু বুধবার বলেন, ‘‘রক্তাক্ত পরিস্থিতিতে বহু জায়গায় ভোট হচ্ছেই না! যেখানে যতটুকু ভোট হবে, শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের দাবি জানাচ্ছি। পঞ্চায়েত নিয়ে আমাদের ভাবনাও এই সংক্ষিপ্ত আবেদনে বলেছি।’’ রাজ্যের যেখানে যেখানে ভোট হবে, সেখানে সুষ্ঠু নির্বাচনের দাবিতেই ধর্মতলায় আজ, বৃহস্পতিবার থেকে দু’দিনের ধর্না-অবস্থানে বসছে বামেরা। রাতভর ধর্নায় থাকবেন বাম নেতারা। পরদিন শহরে একটি মিছিল করে কর্মসূচি শেষ হবে।