NPR

এনপিআর বন্ধ, জনগণনা পিছোতে দাবি মুখ্যমন্ত্রীর কাছে

আগামী ১ এপ্রিল থেকে এনপিআর প্রক্রিয়া শুরু হওয়ার কথা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ মার্চ ২০২০ ০৩:১৭
Share:
এনপিআর বন্ধ ও জানাগণনা পিছিয়ে দেওয়ার দাবি তুললেন বাম ও কংগ্রেস নেতারা।

এনপিআর বন্ধ ও জানাগণনা পিছিয়ে দেওয়ার দাবি তুললেন বাম ও কংগ্রেস নেতারা।

জাতীয় জনসংখ্যাপঞ্জির (এনপিআর) প্রক্রিয়া বাতিল করা এবং করোনা পরিস্থিতি মাথায় রেখে জনগণনার কাজ স্থগিত রাখার দাবি জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিল দুই বিরোধী পক্ষ বামফ্রন্ট ও কংগ্রেস। আগামী ১ এপ্রিল থেকে এনপিআর প্রক্রিয়া শুরু হওয়ার কথা। মুখ্যমন্ত্রীকে দেওয়া চিঠিতে বুধবার বিরোধী দলনেতা আব্দুল মান্নান ও বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী বলেছেন, জনগণনার সঙ্গে এনপিআর-এর সম্পর্ক নেই। নাগরিকত্ব আইনের সঙ্গে সম্পর্কিত এনপিআর আসলে এনআরসি-র প্রথম ধাপ, যেখানে ‘ডাউটফুল নাগরিক’ চিহ্নিত করা হবে। রাজ্য সরকার আপাতত এনপিআর স্থগিত রেখেছে। বিরোধীদের দাবি, তা পুরোপুরি বাতিল করতে হবে। এই দাবিতেই রাজাবাজারে নাগরিকপঞ্জি-বিরোধী যুক্ত মঞ্চ এবং জাতীয় সংহতির জন্য যৌথ মঞ্চের ডাকে রিলে অনশন সপ্তম দিনে পড়েছে। ওই অবস্থানকারীদের তরফে বিরোধী দলের বিধায়কদের অনুরোধ করা হয়েছিল এনপিআর বন্ধের দাবি বিধানসভায় তোলার জন্য। পাশাপাশিই মান্নান ও সুজনবাবুর বক্তব্য, জনগণনার কাজে প্রায় আড়াই লক্ষ সমীক্ষক যুক্ত হবেন। সংক্রমণের আশঙ্কা মাথায় রেখে জনগণনা আপাতত পিছিয়ে দেওয়া হোক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement