ছবি: পিটিআই।
পড়ুয়াদের জন্য অগ্রাধিকারের ভিত্তিতে প্রতিষেধকের ব্যবস্থা করে অবিলম্বে স্কুল-কলেজ খোলার দাবিতে মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠাল এসএফআই। সিপিএমের ছাত্র সংগঠনের রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য ও রাজ্য সভাপতি প্রতীক উর রহমান মঙ্গলবার পাঠানো চিঠিতে দাবি করেছেন, দীর্ঘ দিন শিক্ষা প্রতিষ্ঠান না খোলা এবং লেখাপড়ায় অনলাইন মাধ্যমকে প্রাধান্য দেওয়ার ফলে স্কুলছুট, বাল্যবিবাহ প্রভৃতির প্রবণতা বাড়ছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা না হওয়া এবং বিকল্প মূল্যায়নের ভিত্তিতে প্রকাশিত ফলাফলকে কেন্দ্র করে পরীক্ষার্থীদের একাংশের উষ্মার কথা উল্লেখ করে একাদশ শ্রেণি ও প্রথম বর্ষে আসন বৃদ্ধির দাবিও করা হয়েছে এই চিঠিতে। এসএফআইয়ের আরও দাবি, কোভিড পরিস্থিতিতে এই শিক্ষাবর্ষে সমস্ত ভর্তি-ফি মকুব করতে হবে। এই সমস্ত দাবিকে সামনে রেখে রাস্তায় নামার পরিকল্পনাও নিয়েছে সিপিএমের ছাত্র সংগঠন। কলেজ স্ট্রিটে আজ, বুধবার ডাকা হয়েছে নাগরিক কনভেনশন। স্বাক্ষর সংগ্রহ, মিছিল, পথসভার মতো কর্মসূচির পাশাপাশি ১২ অগস্ট রাজ্য জুড়ে প্রতিবাদের মাধ্যম হিসেবে রাস্তায় বসে বিকল্প শ্রেণিকক্ষ আয়োজনের ডাক দিয়েছে তারা।