পাম্পের সামনে বাম ধর্না ৩০শে

জ্বালানির চড়়া দামের প্রতিবাদে ফের বিক্ষোভ কর্মসূচি নিয়ে পুজোর পরেই পথে নামছে বামেরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০১৮ ০৪:১৯
Share:

জ্বালানির চড়়া দামের প্রতিবাদে ফের বিক্ষোভ কর্মসূচি নিয়ে পুজোর পরেই পথে নামছে বামেরা। কলকাতা-সহ রাজ্যের সর্বত্র পেট্রল পাম্পের সামনে আগামী ৩০ অক্টোবর তিন ঘণ্টার ধর্না-বিক্ষোভ করবে তারা। কলকাতায় ইন্ডিয়ান অয়েল-সহ অন্যান্য তেল সংস্থার দফতরের সামনেও প্রতিবাদ হবে। বামফ্রন্টের শরিক ও বাইরের মোট ১৭টি দল রবিবার বৈঠকে বসে এই সিদ্ধান্ত নিয়েছে।

Advertisement

বৈঠকের পরে বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু বলেন, ‘‘কলকাতায় উত্তর, মধ্য এবং দক্ষিণের নানা প্রান্তে ধর্না-বিক্ষোভ হবে। জেলাসদর এবং মহকুমা শহরগুলিতেও প্রতিবাদ কর্মসূচি থাকবে। কোথায় কখন বিক্ষোভ-সভা হবে, জেলার নেতৃত্বই তা ঠিক করবেন।’’ ভাইফোঁটার পরে আবার বামফ্রন্ট এবং ১৭ বাম দলের বৈঠক করে আরও কিছু কর্মসূচি নেওয়া হবে। তার আগে ২৬ থেকে ৩০ অক্টোবর রাফাল-দুর্নীতির প্রতিবাদ কর্মসূচি চলবে সিপিএমের কৃষক সভার উদ্যোগে। কৃষক ও ক্ষেতমজুর সংগঠনের আয়োজনেই কোচবিহার, পলাশি ও সিঙ্গুর থেকে তিনটি পদযাত্রা হবে নভেম্বরে। ওই পদযাত্রার মূল দাবি কর্মসংস্থান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement