শহরে বাম দলগুলির যুদ্ধ - বিরোধী মিছিল ও সভা। —নিজস্ব চিত্র।
শান্তির দাবিতে এবং পশ্চিম এশিয়ায় প্যালেস্টাইনের উপরে সাম্রাজ্যবাদী মদতে ইজ়রায়েলের লাগাতার আক্রমণের প্রতিবাদে পথে নামল বাম দলগুলি। কলকাতায় সোমবার যুদ্ধ-বিরোধী মিছিলে শামিল হল সিপিএম, সিপিআই, আরএসপি, ফরওয়ার্ড ব্লক, সিপিআই (এম-এল) লিবারেশন-সহ ৯টি বামপন্থী দল।
মিছিল শেষে রাণুছায়া মঞ্চে সভা থেকে ইজ়রায়েলি হামলার কড়া নিন্দা করে গণহত্যা বন্ধের দাবি জানিয়েছেন বিমান বসু। —নিজস্ব চিত্র।
ধর্মতলা থেকে অ্যাকাডেমি চত্বর পর্যন্ত মিছিলে ছিলেন বিমান বসু, রামচন্দ্র ডোম, সুজন চক্রবর্তী, মনোজ ভট্টাচার্য, তপন হোড়, স্বপন বন্দ্যোপাধ্যায়, নরেন চট্টোপাধ্যায়, কার্তিক পাল, প্রবীর দেব, গৌতম রায় প্রমুখ বাম নেতারা। মিছিল শেষে রাণুছায়া মঞ্চে সভা থেকে ইজ়রায়েলি হামলার কড়া নিন্দা করে গণহত্যা বন্ধের দাবি জানিয়েছেন তাঁরা। প্যালেস্টাইনের উপরে হামলার বর্ষপূর্তি উপলক্ষে এ দিন গোটা দেশেই প্রতিবাদের ডাক দিয়েছিল বাম দলগুলি। দিল্লিতে প্রতিবাদে ছিলেন সিপিএমের পলিটব্যুরোর কো-অর্ডিনেটর প্রকাশ কারাট, সিপিআইয়ের সাধারণ সম্পাদক ডি রাজা প্রমুখ।