প্রতীকী ছবি।
ডেঙ্গি মোকাবিলায় রাজ্য সরকারের ব্যর্থতা এবং তথ্য গোপনের অভিযোগে আজ, সোমবার স্বাস্থ্য ভবন অভিযানে নামছে রাজ্য বামফ্রন্ট। বিধাননগরে চার ঘণ্টার ধর্না-বিক্ষোভে উপস্থিত থাকবেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু-সহ শীর্ষ বাম নেতৃত্ব। এর আগে স্থানীয় স্তরে বিভিন্ন বরো অফিস এবং কলকাতা পুরসভার সদর দফতরের সামনে বিক্ষোভ দেখিয়েছে বামেরা। এ বার তারা সরাসরি স্বাস্থ্য ভবন অভিযান করছে। গুয়াহাটিতে কর্মসূচি থাকায় সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র অবশ্য ওই অভিযানে থাকবেন না।
শনি ও রবিবার সিপিএমের দু’দিনের রাজ্য কমিটির বৈঠকে ডেঙ্গি পরিস্থিতির ভয়াবহতা এবং বামেদের হাতে থাকা শিলিগুড়ি পুরসভার প্রতি রাজ্য সরকারের বঞ্চনা নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকের শেষে দলের রাজ্য সম্পাদক তথা প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী সূর্যকান্ত মিশ্র বলেন, ‘‘ডেঙ্গি বলা যাবে না বলে ডাক্তারদের চাপ দেওয়া হচ্ছে। ডেঙ্গি বাইরে থেকে আসছে— এই রকম নানা অদ্ভুত কথা বলা হচ্ছে প্রকৃত সত্য আড়াল করার জন্য। ডেঙ্গি কী ভাবে মোকাবিলা করতে হবে, সেটা রাজ্য সরকারের শিলিগুড়ি পুরসভার কাছে শেখা উচিত।’’ রাজ্যের মন্ত্রী ও কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়ের পাল্টা বক্তব্য, ‘‘রোগ মোকাবিলা এবং সচেতনতা প্রচারে প্রশাসন রকম চেষ্টা করছে। তবু কিছু রাজনৈতিক দল তাদের নিজস্ব উদ্দেশ্যে আতঙ্ক ছড়াচ্ছে।’’
রাজ্য সরকারের কাছ থেকে প্রায় কোনও সাহায্য না পেয়েও শিলিগুড়ি পুরসভা অনেক ভাল ভাবে ডেঙ্গি মোকাবিলা করতে পেরেছে বলে সূর্যবাবুর দাবি। তাঁর আরও অভিযোগ, মহামারীতে মানুষ যখন মারা যাচ্ছেন, সেই সময়ও রাজ্য সরকার ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থে কাজ করছে। স্বাস্থ্য পরিষেবার জন্য নির্দিষ্ট টাকা বিরোধীদের হাতে থাকা পুরসভাকে না দিয়ে সব নিয়ম কানুন এড়িয়ে শিলিগুড়ি উন্নয়ন পর্ষদের হাতে তুলে দেওয়া হচ্ছে।