মুখ্যমন্ত্রীর অবস্থানকে স্বাগত বামেদের

কেন্দ্রের এফআরডিএ বিলি সম্প্রতি দেশভর চর্চা চলছে। আন্দোলনের হুমকি দিয়েছে একাধিক সংগঠন, বেশ কিছু সংগঠন পথেও নেমেছে। তবে আন্দোলন মানেই বনধের রাস্তায় হাঁটতে রাজি নয় সংগঠন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শিলিগুড়ি শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৭ ০২:২২
Share:

কেন্দ্রের আর্থিক নীতির সমালোচনা করায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থানকে স্বাগত জানাল বামপন্থী ব্যাঙ্ক কর্মী সংগঠন। রবিবার শিলিগুড়িতে অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশনের রাজ্য সভাপতি সৌম্য দত্ত বলেন, ‘‘কেন্দ্র সরকার যে ভাবে আর্থিক বিল এনে নিম্ন এবং মধ্যবিত্তের সর্বনাশ করতে চাইছে তার বিরুদ্ধে আমরা লড়ছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এফআরডিআই বিলের বিরোধিতা করেছেন। তাঁকে অভিনন্দন জানাই।’’

Advertisement

রবিবার শিলিগুড়িতে স্টেট ব্যাঙ্কের অফিসারদের সংগঠন এসবিআইওএ-এর শিলিগুড়ি প্রশসানিক জোনের সম্মেলন ছিল। স্টেট ব্যাঙ্কের শিলিগুড়ি প্রশসানিক জোনের ডেপুটি জেনারেল ম্যানেজার সতীশ রাও ছাড়াও সংগঠনের সভাপতি কল্যাণ দে প্রমুখেরা উপস্থিত ছিলেন।

রাষ্ট্রায়ত্ত আর্থিক সংস্থাগুলিকে রক্ষা করার দাবি জানানো হয় সম্মেলনে। সংগঠনের তরফে দাবি করা হয়েছে, তারা ইতিমধ্যেই সচেতনতা প্রসারের কাজও শুরু করেছে।

Advertisement

আরও পড়ুন: সপ্তশৃঙ্গে পা রাখলেন ‘ভাইয়া’

কেন্দ্রের এফআরডিএ বিলি সম্প্রতি দেশভর চর্চা চলছে। আন্দোলনের হুমকি দিয়েছে একাধিক সংগঠন, বেশ কিছু সংগঠন পথেও নেমেছে। তবে আন্দোলন মানেই বনধের রাস্তায় হাঁটতে রাজি নয় সংগঠন। আপাতত ফেসবুক, হোয়াটস অ্যাপের মতো সোশ্যাল নেটওয়ার্ক ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে।

সৌম্যবাবু বলেন, ‘‘এফআরডিএ বিলের বিরোধিতা করে বেশ কিছু যুক্তি সাজিয়ে আমরা লিফলেট তৈরি করেছি। সেই সব যুক্তি সোশাল মিডিয়াতেও ছেড়েছি। এখন সেগুলি ভাইরাল হয়ে গিয়েছে।’’ বন্‌ধ ডাকা নিয়েও নিজেদের মতামত জানিয়ে দিয়েছে সংগঠন। আপাতত বন্‌ধ না ডেকে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা এবং যুক্তি পৌঁছনোই প্রাথমিক কাজ বলে দাবি সংগঠনের কর্তাদের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement