লতা মঙ্গেশকর
সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকরের হাতে ‘বঙ্গবিভূষণ’ পুরস্কার তুলে দিতে ২০ অক্টোবর মুম্বই যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিল্পপতি সঞ্জীব গোয়েন্কা-সহ বেশ কিছু বিশিষ্ট ব্যক্তি ওই দিন মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকবেন। শুক্রবার ফেসবুকে মুখ্যমন্ত্রী এই খবর পোস্ট করেছেন। মমতা জানান, বাংলার শ্রেষ্ঠ সম্মান ‘বঙ্গবিভূষণ’ পুরস্কার নিতে শিল্পী রাজি হয়েছেন। তিনি চিঠি লিখে তাঁর এই সম্মতির কথা জানিয়ে দিয়েছেন। শিল্পীর এই সম্মতিতে বাংলার মানুষ এবং তিনি (মুখ্যমন্ত্রী) সম্মানিত। শিল্পীকে অন্তরের শ্রদ্ধা জানিয়েছেন মমতা। পোস্টে মুখ্যমন্ত্রী লিখেছেন, শিল্পী চিঠিতে বাংলার সঙ্গে তাঁর অসংখ্য সঙ্গীত-স্মৃতি এবং বহু বিখ্যাত সঙ্গীত-ব্যক্তিত্বের উল্লেখ করেছেন। যা তাঁর অন্তরকে ছুঁয়ে গিয়েছে।