ছবি: সংগৃহীত।
বসন্তোৎসবের ঘটনা নিয়ে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের তরফে শুক্রবার সিঁথি থানায় যে অভিযোগ করা হয়েছে, তার ভিত্তিতে লালবাজার একটি দল গড়েছে।
পুলিশ সূত্রের খবর, সাইবার অপরাধ বিশেষজ্ঞ-সহ বহু অফিসারকে ওই দলে রাখা হয়েছে। যাঁরা ওই ছবি এবং ভিডিয়ো খতিয়ে দেখবেন। কোন ধারায় ওই অভিযোগের মামলা দায়ের করা যেতে পারে, তা নিয়ে আইনজ্ঞদের সঙ্গে কথা বলে তাদের পরামর্শ নেওয়া হবে। পুলিশের একাংশের দাবি, বিশ্ববিদ্যালয়ের তরফে যে সব অভিযোগ আনা হয়েছে, তা মূলত কুরুচিকর বিষয়ে। তবে যা হয়েছে তা আইনি পরিভাষায় কোনও ধর্তব্য অপরাধের মধ্যে পড়ে না। এই ধরনের ঘটনাকে ‘জনসমক্ষে অশালীন আচরণ বা জনসমাজে উপদ্রব’ হিসেবে গণ্য করা হয় এবং সে ক্ষেত্রে ভারতীয় দণ্ডবিধির ২৯০ ধারায় ব্যবস্থা নেওয়া যেতে পারে। ওই ধারায় সর্বোচ্চ শাস্তি ২০০ টাকা জরিমানা এবং ধরা পড়ার পরে থানাতেই জরিমানা দিয়ে ছাড় পাওয়া যেতে পারে। কারণ ওই অপরাধ জামিনযোগ্য।
আরও পড়ুন: ইস্তফা নয়, কাজ চালিয়ে যান, রবীন্দ্রভারতীর উপাচার্যকে বার্তা শিক্ষামন্ত্রীর